মারুফ সরকার: বাংলাদেশের আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় টুঙ্গিপাড়া জাতির পিতার সমাধি সৌধ কমপ্লেক্সের সামনের চত্বরে ‘বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ এবং জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত পানিসম্পদ উপমন্ত্রী জনাব এ কে এম এনামুল হক শামীম বলেন, আগে মানুষ বলতো আওয়ামী লীগের জন্য শেখ হাসিনার দরকার। এখন মানুষ বলে দেশের জন্য শেখ হাসিনার দরকার। আগামীতে দেশবাসী আওয়ামী লীগকে ভোট দিয়ে ৫ম বারের মতো প্রধানমন্ত্রী বানাবে ইনশাআল্লাহ।
আরও পড়ুন: বাংলাদেশে ৫.২ মাত্রার ভূমিকম্প
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাবা ড. শাম্মী আহমেদ, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার প্রধান পৃষ্ঠপোষক জনাব তারিক আফজাল, প্রধান উপদেষ্টা সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাবা লাকী ইনাম, প্রতিষ্ঠাতা উপদেষ্টা জনাব জহির কাজী, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মাহবুব আলী খান, প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার জনাব মোহাম্মদ আরিফুজ্জামান নুরনবী, সংগঠনের পরিচালক জনাব মহিউদ্দিন মানু, সংগঠনের সাধারণ সম্পাদক জনাব শেখ মনিরুজ্জামান লিটন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি জনাব মিয়া মসসফ।
+ There are no comments
Add yours