শিরোনাম
alisa-makkomon-newsasia24

টেনেসিতে ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষিকা গ্রেপ্তার

নিউজ এশিয়া২৪ ডেস্ক: টেনেসিতে ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষিকাকে গ্রেপ্তার করেছে টেনেসির কোভিংটন পুলিশ। ভুক্তভোগী ছাত্রকে লাঞ্ছিত ও হয়রানি করার দায়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে র্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে। ছত্রের বয়স ১২ বছর।

সোমবার দেশটির সংবাদমাধ্যম পিপল জানিয়েছে, ওই শিক্ষিকার নাম অ্যালিসা ম্যাককমন (৩৮)। পুলিশ তার কোভিংটনের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে ভুক্তভোগী ছাত্রকে লাঞ্ছিত ও যৌন হয়রানি করার নতুন অপরাধমূলক অভিযোগ আনা হয়েছে।

সংবাদমাধ্যমটি বলছে, এর আগেও গত ৮ সেপ্টেম্বর ওই শিক্ষিকাকে এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। সেময় তিনি চার্জার অ্যাকাডেমির শিক্ষিকা ছিলেন। তবে দুই সন্তানের জননী এই শিক্ষিকা তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেননি।

টেনেসির কোভিংটন পুলিশ বিভাগ (সিভিডি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় বলেছে, সাবেক শিক্ষক অ্যালিসা ম্যাককমন একটি নতুন ফোন নম্বর ব্যবহার করছেন এবং একজন ভুক্তভোগীর সাথে আবারও যোগাযোগ শুরু করেছেন বলে সিপিডির অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তথ্য পেয়েছে।

বিবৃতিতে পুলিশ বলেছে, কিশোরদের কাছে পরিচিত একটি কোড ওয়ার্ড ব্যবহার করে ম্যাককমন এক ভুক্তভোগীকে ক্ষুদেবার্তা পাঠিয়েছিলেন।

প্রায়ই নগ্ন ছবি পাঠানোর আগে একই ধরনের কোড পূর্বেও ব্যবহার করেছিলেন তিনি। আর ওই কোডের মাধ্যমে কিশোর একা আছেন কি না তা তিনি নিশ্চিত হতেন ম্যাককমন।

পূর্বে একই নম্বরের মাধ্যমে যোগাযোগ করে ভুক্তভোগী কিশোরের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার কথা স্বীকার করেন তিনি।

কোভিংটনের পুলিশ প্রধান ডোনা টার্নার বলেছেন, ‘ম্যাককমনের কর্মকাণ্ড সিপিডি তার সই করা বন্ডের শর্তাবলির পরিষ্কার লঙ্ঘনের বিষয়েও উদ্বিগ্ন।’

আরও পড়ুন: আইএসআইএসের সঙ্গে জরিত থাকার অভিযোগে আটক তিন ইঞ্জিনিয়ার

পরে অভিযুক্ত নারী শিক্ষককে টেনেসির টিপটন কাউন্টি কারাগারে পাঠানো হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *