কাউনিয়ায় স্বামীর ঘরে স্ত্রীর লাশ

নিউজ এশিয়া২৪ ডেস্ক: রংপুরের কাউনিয়ায় স্বামীর ঘরে স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্ত্রীর নাম সনিয়া বেগম (২০)।

মঙ্গলবার (৩ অক্টোবর) উপজেলার বালাপাড়া ইউনিয়নের গোপিডাঙ্গা গ্রামের স্বামীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সনিয়া বেগম গোপিডাঙ্গা গ্রামের রিপন মিয়ার স্ত্রী এবং পাবনা সদরের চর বাঙ্গাবাড়িয়া গ্রামের আমিরুল ইসলামের মেয়ে।

জানা গেছে, গতকাল সোমবার বিকেল ৩টার দিকে সনিয়া বেগমের স্বামী রিপন মিয়া তাদের শিশুসন্তানকে সঙ্গে নিয়ে বাজারে যান।

স্বামী বাজারে যাওয়ার পর নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে পড়েন সনিয়া। পরে প্রতিবেশীরা তাকে ডাকাডাকি করে সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢোকেন।

তারা দেখতে পান ঘরের ভেতরে বিছানার চাদরে ও বালিশে আগুনের ধোয়া উঠছে এবং বিদ্যুতের ছেড়া তারের পাশে খাটের ওপরে সনিয়া অচেতন অবস্থায় পড়ে আছেন।

এ সময় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজ মঙ্গলবার (৩ অক্টোবর ) সকালে সনিয়ার মরদেহ উদ্ধার করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আরও পড়ুন: ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষিকা গ্রেপ্তার

আরও জানা গেছে, তিন বছর আগে রিপন মিয়ার সঙ্গে সনিয়া বেগমের বিয়ে হয়। নিহতের স্বজনদের দাবি নিজ ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা গেছেন।

এ ঘটনায় আজ ওই নারীর বাবা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।

You May Also Like

+ There are no comments

Add yours