নিউজ এশিয়া২৪ ডেস্ক: উরফি জাভেদ। কখনও খোলামেলা পোশাক পরে ক্যামেরার সামনে চলে আসেন, কখনও আবার বিতর্কিত মন্তব্যে আলোচনার সৃষ্টি করেন। এবার অলোচনায় আসলেন তার বিয়ের খবর নিয়ে। চুপিসাড়ে বিয়ে সেরে ফেললেন উরফি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে উরফির বিয়ের সাজের ছবি। ভাইরাল সেই ছবিতে, উরফিকে এক যুবকের সঙ্গে বসে থাকতে দেখা যাচ্ছে।
সামনে যজ্ঞকুণ্ড, আর তাতে আগুন জ্বলছে। পুরোহিত মন্ত্র বলে চলেছেন। মাথায় ঘোমটা দেওয়া উরফির হাত অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির হাতে। সেখানে প্রথমে ফুল, পরে লাল রঙের কিছু একটা দেখা যাচ্ছে।
তাতেই মনে করা হচ্ছে, ছোট্ট ওই লাল বাক্সটি আসলে উপঢৌকন, যা দিয়ে ঘরোয়া ভাবেই চুপিসাড়ে বিয়ে সেরে ফেলেছেন তিনি।
যদিও এ বিষয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি এই মডেল। ছবির পুরুষটিও হয়তো তার বাগদত্তা।
উল্লেখ্য, হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন উরফি। পরে ‘বিগ বস’-এ প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন তিনি।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় আহত তিশা
তবে বর্তমানে উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন। সোশ্যাল মিডিয়ায় নানা ছবি ও ভিডিও আপলোড করেন প্রতিনিয়ত। যা নিয়ে বিস্তর চর্চাও হয় ।