মারুফ সরকার: হোটেল৭১ কে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। বাসি ও পঁচা মাংস ফ্রিজে মজুতসহ মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি এবং বিভিন্ন পণ্য প্রস্তুতের তারিখ না থাকায় রাজধানীর বিজয়নগরে হোটেল ৭১কে তিন লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। জরিমানা পরিশোধ না করলে এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
আজ বুধবার (৪ অক্টোবর) দুপুরে রাজধানীর উওরা এলাকায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালিত মোবাইল কোর্টে এই জরিমানা করা হয়।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আক্তারুজ্জামানের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়।
অভিযানে রেস্টুরেন্টটির রান্না ঘরে অভিযান চালিয়ে ফ্রিজে বাসি খাবার, পচা মাংস মজুত, লেবেলবিহীন খাদ্যদ্রব্য রাখা, মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখাসহ নানা অপরাধে রেস্তোরাঁটির অস্বাস্থ্যকর সব খাবার জব্দ করা হয়।
পরবর্তিতে রেস্টুরেন্টের মালিকের উপস্থিতিতে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুসারে তিন লাখ টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আকতারুজ্জামান ।
আকতারুজ্জামান নিউজ এশিয়া২৪ কে বলেন,” যেহেতু তাদের এখানে অভিযান তাই এবার তাদেরকে আমরা আইন অনুযায়ী সর্বনিম্ন তিন লাখ টাকা জরিমানা করেছি এবং তাদেরকে আমরা সময় দিয়েছি।
আরও পড়ুন:
বাংলাদেশে ৫.২ মাত্রার ভূমিকম্প
পলাতক আসামি রোকনুজ্জামান গ্রেপ্তার
আমিন কলোনিতে আগুন
পরবর্তীতে যদি তাদের এই সমস্ত অপরাধ পুনরায় ধরা পড়ে তাহলে আমরা তাদেরকে বড় ধরনের জরিমানার আওতায় আনবো। আর কোনো সুযোগ দেবো না।”
এছাড়াও জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সম্পত্তির লোভে বাবাকে খুন করলো পুত্রবধুসহ দুই ছেলে
গাজীপুর সিটি করপোরেশনের গাড়িতে অস্ত্র ও মাদক
+ There are no comments
Add yours