নিউজ এশিয়া২৪ ডেস্ক: শিশু ধর্ষণ ও হত্যা মামলায় দুজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি শিশু ধর্ষণ মামলায় দুজনকে শাস্তি দেয়া হয়। একই সাথে দুজনকে ৩ লাখ করে অর্থদণ্ড দেওয়া হয়।
আজ বুধবার (৪ অক্টোবর) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক ফেরদৌস আরা এ রায় দেন।
দণ্ডিতরা হলেন মো. জীবন (২৫) ও ইমন হাসান (২৬)। এসময় দুজনেই আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণা শেষে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, পাঁচলাইশ থানার বাদুরতলা শাহ আমানত হাউজিং সোসাইটির বাসিন্দা মো. সোলায়মানের মেয়ে সালমা আক্তার (৯) ।
সালমা ওই এলাকার একটি মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনা অধ্যয়নরত ছিল। ২০১৭ সালের ১৩ জুন ভুক্তভোগী শিশু সালমা নিখোঁজ হয়।
সালমা নিখোঁজ হলে তার বাবা পাঁচলাইশ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। কয়েকদিন পর ভুক্তভোগী শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।
ওইসময় তার বাবা বাদী হয়ে পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করেছিলেন। পরে পুলিশের তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদনে ওঠে আসে ভুক্তভোগী শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
আরও পড়ুন:
-
হোটেল৭১ কে তিন লাখ টাকা জরিমানা
-
সম্পত্তির লোভে বাবাকে খুন করলো পুত্রবধুসহ দুই ছেলে
-
গাজীপুর সিটি করপোরেশনের গাড়িতে অস্ত্র ও মাদক
আলোচিত মামলাটির তদন্ত শেষে ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ চন্দ্র ঘোষ আদালতে অভিযোগপত্র দাখিল করে।
মামলাটির বিচারিক পর্যায়ে রাষ্ট্রপক্ষে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।
এরপর যুক্তিতর্ক শেষে আজ (বুধবার) আমৃত্যু কারাদণ্ডের ঘোষণা করে আদালত।
+ There are no comments
Add yours