নিউজ এশিয়া২৪ ডেস্ক: ফরিদপুরের সালথায় ভয়াবহ ঘূর্ণিঝড় আঘাত এনেছে।
মাত্র তিন মিনিটের ঝড়েই ভেঙ্গে গেছে ১৫টি ঘরবাড়িসহ অসংখ্য গাছপালা। বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে ওই এলাকায়।
বৃহস্পতিবার (০৫ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে ঘূর্ণিঝড়টি আঘাত হানে উপজেলার বল্লভদী ইউনিয়নের সোনাতুন্দী গ্রামে।
এলাকার হাফেজ মো. সগির মুন্সির (মসজিদের ইমাম) বসতবাড়ির দুটো বসতঘর ভেঙ্গে চুরমার হয়ে যায়।
বিধবা লিপি বেগমের একমাত্র আধপাকা ঘরটির ওপর বিশাল গাছ ভেঙে পড়ে মূহুর্তের মধ্যে ঘরটি গুড়িয়ে যায়। তিনি কোনো রকমে বাথরুমে আশ্রয় নিয়ে প্রাণে বেঁচে যান।
এছাড়াও এলাকার লিটু মুন্সি, ফারুক মুন্সি, মুরাদ মুন্সি, দবির মুন্সি, কাইউম মুন্সি, কামাল ঠাকুর, জামাল ঠাকুর, জমিলা বেগম, নিরু বেগম, ছানো কাজী, আতি কাজীর বসতঘরসহ অসংখ্য রান্না ঘর এবং অসংখ্য গাছপালা ভেঙে পড়েছে।
বিদ্যুতের তার ছিঁড়ে এবং গাছ পড়ে সোনাতুন্দীর উত্তর পাড়ার একমাত্র ইটের সলিং এর রাস্তাটি বন্ধ হয়ে আছে। এছাড়াও পুরো এলাকা বিদ্যুতবিহীনের ফলে অন্ধাকারাচ্ছন্ন রয়েছে।
আরও পড়ুন:
+ There are no comments
Add yours