বাবা বিএনপির রোড মার্চে দেখে ছেলের বিষপান

নিউজ এশিয়া২৪ ডেস্ক: বাবা বিএনপির রোড মার্চে দেখে ছেলের বিষপান করেছে। এমন ঘটনা ঘটেছে চট্টগ্রামে। ছেলের নাম ইমন। সে রাঙ্গুনিয়ার এক ছাত্রলীগ নেতা।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের মালিরহাটে এ ঘটনা ঘটে।

ইমন পোমরা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

তার বাবা মোহাম্মদ জহির (৪৫) পোমরা ইউনিয়ন যুবদলের সহসভাপতির দায়িত্বে আছেন।

জানা গেছে, পোমরা ইউনিয়নে রোড মার্চ উপলক্ষে বিএনপি নেতারা জড়ো হচ্ছেন—এই খবরে তাৎক্ষণিক শান্তিপূর্ণ কর্মসূচির প্রস্তুতি নিচ্ছিলেন স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা।

সেখানে ছাত্রলীগ নেতা নীরব ইমনও ছিলেন। এ সময় অন্য এক ছাত্রলীগ নেতা তার ফেসবুক মেসেঞ্জারে একটি ছবি পাঠান ।

ছবিতে ইমনের বাবাকে বিএনপির রোড মার্চে অংশ নিতে দেখা যায়। ইমন ছবিটি দেখার পর ছুঁটে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে রাগারাগি করেন।

রাগারাগির এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে ইমন বিষ পান করেন । পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডা. জয়দ্বীপ নন্দী বলেন, তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার বিষয়ে ইমনের বাবা জহির বলেন, আমি চট্টগ্রাম শহরে বিএনপির রোড মার্চ এ এসেছি শুনে ইমন বিষপান করেছে।

পোমরা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মহিউদ্দিন বলেন, ‘ইমনের বাবা সম্পর্কে আমার ফুফাত ভাই। সে বিএনপির রাজনীতিতে জড়িত থাকায় আমার সঙ্গে তার কথাবার্তা হয় না।

চমেক হাসপাতালে ইমনকে নিয়ে যাওয়া তার চাচা মো. পারভেজ বলেন, ‘মেডিক্যালে ভর্তির পর তাকে ওয়াশ করা হয়েছে। চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন।’

আরও পড়ুন: 

You May Also Like

+ There are no comments

Add yours