মুখোমুখি দুই ট্রাকের সংঘর্ষ: নিহত ১

নিউজ এশিয়া২৪ ডেস্ক: দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ফায়জুর রহমান (৪০) নামে এক ট্রাক চালক নিহত হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন। ঘটনাটি ঘটেছে নরসিংদীর বেলাবো উপজেলার নারায়ণপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে।

আজ শুক্রবার (৬ অক্টোবর) সকালে এই ঘটনা ঘটে।

জানাগেছে, নিহত ফায়জুর সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার মৃত তৈয়ব আলী ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে সিলেটের সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মালবাহী ট্রাক ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার নারায়ণপুর পৌঁছায়।

আরও পড়তে পারেন:

এসময় বিপরীত দিক থেকে আসা ভৈরবমুখী অন্য একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক দুটি রাস্তার পাশে ছিটকে পড়ে যায়।

এ সময় চালক ও হেলপাররা আহত হন। স্থানীয়রা দ্রুত ছুটে এসে তাদেরকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ট্রাক চালক ফায়জুল মারা যায়।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, দুর্ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একজন ট্রাক ড্রাইভার মারা গেছে। তার মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

You May Also Like

+ There are no comments

Add yours