নীল তিমির জিহ্বার ওজন কত? জেনে নিন, ১৮টি মজার তথ্য!

নিউজ এশিয়া ২৪ ডেস্ক: বিশ্বে অনেক কিছু মজার এবং বিস্ময়কর তথ্য রয়েছে যা অনেকেরই অজানা। তাই নিউজ এশিয়া ২৪ এর পাঠকদের জন্য সেই অজানা মজার বিষয়গুলো তুলে ধরা হলো :

*পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নীল তিমির জিহ্বার ওজন মাঝে মাঝে একটা প্রাপ্তবয়স্ক হাতির সমান হয়।

*প্যারিসে অবস্থিত বিখ্যাত আইফেল টাওয়ারের নাম সবাই নিশ্চয়ই শুনেছ। মজার ব্যাপার হলো, টাওয়ারটি প্রথমে স্থাপন করার কথা ছিল স্পেনের বার্সেলোনায়। কিন্তু বার্সেলোনার নগর কর্তৃপক্ষ টাওয়ারটি একদমই পছন্দ না করায় এর ডিজাইনার গুস্তাভো আইফেল নকশাটি নিয়ে যান প্যারিসে। পরে সেখানেই স্থাপিত হয় আইফেল টাওয়ার।

*অবিশ্বাস্য মনে হতে পারে, তবে ভ্যাটিকান সিটি, সান ম্যারিনো, মোনাকো, লিচেনস্টাইন আর এন্ডোরা—এই পাঁচটি দেশে কোনো এয়ারপোর্ট নেই।

*ইংরেজি বর্ণমালার শেষ অক্ষর Z হলেও, সবার শেষে বর্ণমালায় যুক্ত হওয়া অক্ষরটি হলো J।

*হাঁচি দেওয়ার সময় কখনোই চোখ খোলা রাখা যায় না।

*যুক্তরাষ্ট্রের ঔপন্যাসিক আর্নেস্ট ভিনসেন্ট রাইটের লেখা উপন্যাস গ্যাডসবিতে রয়েছে প্রায় ৫০ হাজার শব্দ। কিন্তু উপন্যাসটির মধ্যে একবারও ইংরেজি E অক্ষরটি নেই।

*কানটুপি পরলে শুধু মাথাই গরম হয় না, পায়ের পাতাও গরম হয়।

*একজন মানুষের শরীরের চামড়ার ওজন তার ওজনের প্রায় ১৫%।

*পৃথিবীর অধিকাংশ মানুষের কম্পিউটার পাসওয়ার্ড হলো ১২৩৪৫৬।

*এক মাইল যেতে একটি শামুকের লেগে যায় প্রায় ২২০ ঘণ্টা।

*মানুষের দাঁত হাঙরের দাঁতের মতো শক্ত হয়।

*মিল্কিওয়ে গ্যালাক্সিতে যত নক্ষত্র আছে, পৃথিবীতে তার থেকে গাছের পরিমাণ বেশি।

google-news-channel-newsasia24

* চুল গ্রীষ্মকালে দ্রুত বড় হয়।

*বয়স এক মাস না হওয়া পর্যন্ত কান্নার সময় বাচ্চাদের চোখের পানি বের হয় না।

*বিশ্বের সবচেয়ে বড় ক্রান্তীয় বন হলো আমাজন।

*ডিপ ফ্রিজে ঠান্ডা পানির তুলনায় গরম পানি দ্রুত বরফ হয়ে যায়।

*হিমালয় পর্বতের উচ্চতা প্রতিবছর প্রায় আধা ইঞ্চি করে বাড়ে।

*সবচেয়ে বেশিসংখ্যক পিরামিড রয়েছে সুদানে।

আরও পড়ুন: 

You May Also Like

+ There are no comments

Add yours