শিরোনাম

সারাদেশ

তারুণ্যের সমাবেশ; খোকসায় একত্রিত হয়েছেন বিএনপির নেতাকর্মীরা (ভিডিও)

ফাহিম শাওন, কুষ্টিয়া:  কুষ্টিয়ার খোকসা উপজেলা ও পৌর সমন্বয়ে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন ) খোকসা সরকারি কলেজ অডিটোরিয়াম এ সমাবেশের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন, খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা এবং সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, খোকসা থানা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী, খোকসা সরকারি কলেজের অধ্যক্ষ মুহম্মদ আনিস-উজ-জামান।

আরও পড়ুন:  ধর্ষিত শিশুর বাড়িতে আগুন দিলেন আপন চাচা (ভিডিও)

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি রবিন রায়হান জসিম এবং খোকসা থানা স্বেচ্ছাসেবক দলের যগ্ম আহবায়ক সোহেল রানা মানিক।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন, কুষ্টিয়া জেলা জিয়াউর রহমান সমাজ কল্যান পরিষদ এর সদস্য সচিব মোঃ জামাল উদ্দিন।

উক্ত অনুষ্ঠানে অনান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন, হাসেম আলী, জুবায়ের জ্যাকি, কেএম জাহিদ হোসেন, আশরাফুল ইসলাম টুটুল, মো: রবিউল ইসলাম রবি, মো:শরিফুল ইসলাম ও ইমরান খানসহ আরও অনেকে।

ধর্ষিত শিশুর বাড়িতে আগুন দিলেন আপন চাচা (ভিডিও)

ফাহিম শাওন: কুষ্টিয়ার খোকসায় ধর্ষণের শিকার হওয়া এক শিশুর বাড়িতে আগুন দেয়ার ঘটনায় একজনকে গ্রেফ্তার করেছে খোকসা থানা পুলিশ। আসামী মো নিপুন শেখ খোকসা খোর্দ্দসাধুয়ার মৃত মোজাহার শেখ এর ছেলে। আসামী ধর্ষিত শিশুর আপন চাচা বলে জানান খোকসা ‎থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম।

 

স্ত্রীকে মৌখিক তালাক দিয়ে সন্তান বিক্রি করে দিল বাবা !

ফরিদপুর প্রতিনিধি: স্ত্রীকে মৌখিকভাবে ‘তালাক’ বলে আট মাস বয়সী নিজের শিশু সন্তানকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এদিকে সন্তানকে ফিরে পেতে ওই মা থানা থেকে শুরু করে আদালতের দ্বারস্থ হয়েছেন। আদালত শিশুটিকে খুঁজে পেতে পুলিশকে নির্দেশ দিয়েছেন। ঘটনাটি ঘটেছে ফরিদপুরের নগরকান্দায়।

এর আগে ২৮ এপ্রিল ফরিদপুর আদালতে মামলা করেন ওই শিশুর মা পপি বেগম। মামলায় স্বামী কাইয়ুম বিশ্বাস (৪০), তার তিন বোন মিতা আক্তার, বুলি বেগম ও সাগরী আক্তারসহ পাঁচজনকে অভিযুক্ত করা হয়।

father-faridpur-nagarkandi-child-sell-newsasia24
বাবা কাইয়ুম বিশ্বাস

এলাকাবাসী, ভুক্তোভোগী এবং পুলিশ সূত্রে জানা গেছে, বছর তিনেক আগে নগরকান্দা উপজেলার রামপাশা গ্রামের মানিক বিশ্বাসের ছেলে কাইয়ুম বিশ্বাসের সঙ্গে পপি বেগমের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে কলহ শুরু হয় তাদের। তাদের সংসারে একটি মেয়ে শিশুর জন্ম হয়।

এরমধ্যে গত পাঁচ মাস আগে মৌখিকভাবে তালাক বলে ওই শিশুকন্যাকে তার মায়ের কাছ থেকে ছিনিয়ে নেন কাইয়ুম বিশ্বাস। পরে শিশুটিকে দেড় লাখ টাকায় বিক্রি করে দেওয়া হয়।

শিশুর মা পপি বেগম বলেন, বিয়ের পর থেকেই শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন স্বামী। একপর্যায়ে মৌখিকভাবে তালাক দিয়ে জোর করে আমার আট মাসের শিশু তানহাকে রেখে দেন তিনি। পরে তার বাবা কাইয়ুম বিশ্বাস সন্তানকে শাখরাইল গ্রামের কুবাদ শেখের মেয়ে কোহিনুর বেগমের কাছে দেড় লাখ টাকায় বিক্রি করে দেন।

সন্তানকে ‘বিক্রি’ করে দিয়েছেন বাবা, হন্যে হয়ে খুঁজছেন মাশিশু সন্তানকে বিক্রি করে দেওয়ায় অভিযুক্ত বাবা কাইয়ুম বিশ্বাস

শিশুর মা কান্না করতে করতে বলেন, আমার মেয়েকে এক নজর দেখার জন্য রাতে ঘুমাতে পারি না, খেতে পারি না। যার কাছে মেয়েকে বিক্রি করা হয়েছে তার এবং তার মায়ের পা পর্যন্ত জড়িয়ে ধরে বুকের মানিককে ফেরত চেয়েছি। কিন্তু তারা দেননি। তারা বলেছেন দেড় লাখ টাকা দিয়ে কিনেছেন। যে বিক্রি করছে তার কাছে যাও।

আরও পড়ুন:

এ বিষয়ে অভিযুক্ত কাইয়ুম বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে কাইয়ুম বিশ্বাসের বোন মিতা আক্তারের মোবাইল নম্বরে কল করলে অপর একজন রিসিভ করেন। তিনি মিতার স্বামী পরিচয় দেন এবং ব্যস্ত আছেন বলে কল কেটে দেন।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ সফর আলী বলেন, ভুক্তভোগী আদালতে মামলা করেছেন। আদালত আমাদের কাছে প্রতিবেদন চেয়েছেন। অভিযোগে বাচ্চাটি বিক্রির যে ঠিকানা দেওয়া হয়েছে, সেখানে শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি। পুলিশ কাজ করছে। খুঁজে পেলে আদালতে পাঠিয়ে দেওয়া হবে।

বেতবাড়ীয়াকে উন্নত করতে গ্রামবাসীর মতবিনিময় সভা (ভিডিও খবর)

ফাহিম শাওন: কুষ্টিয়ার খোকসা উপজেলার বেতবাড়ীয়া গ্রামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গ্রামটির উন্নয়নকল্পে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

শুক্রবার (২৫ এপ্রিল) বেতবাড়ীয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল ৮ দিকে শুরু হয় এ মতবিনিময় সভা।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ধোকড়াকোল ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন মনি। তিনি বলেন, খোকসার মধ্যে ধোকড়াকোল ডিগ্রী কলেজের ফলাফল সবচেয়ে ভালো। আমার কলেজের মতো এই গ্রামটিকেও সবার থেকে ভালো করতে চাই। গ্রামের সবার সহযোগীতায় এই বেতবাড়ীয়া গ্রামটিকে একটি আদর্শ গ্রাম বানাতে চাই।

এ সময় আরও বক্তব্য রাখেন, খোকসা সরকারী কলেজের প্রভাষক মো.আনিসুর রহমান ও মামুন হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মজিদ, শিক্ষক সেলিম রেজা মিন্টু, বীর-মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, সাবেক ইউপি সদস্য নুরুল আজম জামি ও মোশারফ হোসেন, কাশেম মন্ডল, হাবিবুর রহমান, আইনাল হক, মামুন অর রশিদ বুলবুল , পুলক ভৌমিক, বিল্লাল হোসেন এবং সম্রাট হোসেন।

উক্ত অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন ইঞ্জিনিয়ার হিমেল খান এবং আনন্দ সরকার।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বীর-মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মন্ডল।

আরও পড়ুন: 

অনুষ্ঠানে বক্তারা গ্রামের উন্নয়নকল্পে বিভিন্ন বিষয় তুুলে ধরেন ও পরবর্তি পরিকল্পনা করেন। এছাড়াও সবাই এক সাথে কাজ করার প্রতিশ্রুতি দেন।

উক্ত সভায় গ্রামবাসী আরও অনেকেই উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, খোকসার একটি ইউনিয়ন বেতবাড়ীয়া। এই বেতবাড়ীয়া গ্রামের রয়েছে অনেক সুনাম। রয়েছে অনেক ঐতিহ্য। সেই সুনাম এবং ঐতিহ্যকে ধরে রাখতে একসাথে কাজ করবে গ্রামবাসী। সবাইকে সংঘবদ্ধ করতে গড়ে তোলা হয়েছে “নবীন সংঘ ক্লাব”। এছাড়াও বিভিন্ন খেলাধুলারও সুনাম রয়েছে এ গ্রামের। এই খেলাধুলা ধরে রাখতে গ্রামটির রয়েছে “উল্কা” নামক একটি বাইচ নৌকা। এছাড়াও ভারতবর্ষের সময় থেকে শুরু করে এখন পর্যন্ত গ্রামে জন্ম নিয়েছেন অনেক গুনী ব্যক্তিত্ব।

দুর্নীতির বিরুদ্ধে আপসহীন খোকসার এসিল্যান্ড, দলিল লেখক কে ৩০ হাজার টাকা জরিমানা

ফাহিম শাওন: কুষ্টিয়ার খোকসায় জমির পর্চা তোলার জন্য অতিরিক্ত টাকা নেওয়ার প্রমান মেলায় সাব-রেজিস্ট্রার অফিসের এক দলিল লেখককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরের উপজেলা কম্পাউন্ডে সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন এ আদালত পরিচালনা করেন। অভিযুক্ত দলিল লেখকের নাম শ্রী বাহুবল্লভ সরকার। তার লাইসেন্স নম্বর ২৫। সে উপজেলার মানিকাট গ্রামের বলরাম সরকারের ছেলে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, কৃষক নিত্য রঞ্জন পাল তার নামীয় একটি জমি রেজিস্ট্রির জন্য আর এস পর্চার প্রয়োজন হয়। এ জন্য দলির লেখক শ্রী বাহুবল্লভব সরকার ওই কৃষকের কাছ থেকে ৪৫০০ টাকা হাতিয়ে নেন। বৃহস্পতিবার ভুক্তভোগী নিজে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)র কাছে অভিযোগ করেন।

এক পর্যায়ে দলির লেখককে ওই কর্মকর্তা তার দপ্তরের ডেকে আনেন। দলিল লেখক পর্চা তুলতে ৪৫০০ টাকা নেওয়ার কথা স্বীকার করেন।

ভ্রাম্যমান আদালত ভোক্তা অধিকার সংরক্ষন আইনে দলিল লেখক বাহুবল্লভ সরকারকে ৩০ হাজার টাকা জরিমানা করেন এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন।

কৃষক নিত্য রঞ্জন পালের জামাতা বিকাশ বাছাড় জানান, তার শ্বশুর একটি মন্দির ও তার ছেলেকে ৯৯ শতাংশ জমি দান করেন। এই জমি রেজিস্ট্রির সময় আর এস পর্চা নিয়ে জটিলতা সৃষ্টি হয়। সাব রেজিস্ট্রার ওই পর্চার একটি সার্টিফাই কপি আনতে বলেন। আর এখানেই ঘটে বিপত্তি।

আরও পড়তে পারেন: 

কয়েক মাস পর বৃহস্পতিবার সকালে পর্চার সাটিফাই কপি দিয়ে মন্দির ও ছেলের নামে দানের জমি রেজিস্ট্রির পর দলিল লেখন ওই জমি দাতার কাছে পর্চা বাবাদ ৪৫০০ টাকা দাবি করেন। দাবিকৃত টাকা পরিশোধের পর বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র কাছে মৌখিক অভিযোগ করেন ভুক্তভোগী জমি দাতা। পরে ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমান আদালত ওই দলিল লেখকে জরিমানা করেছে।

খোকসা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন বলেন, ঘুষ বানিজ্য বা অতিরিক্ত অর্থ আদায়ের ব্যাপারে কোন ছাড় দেয়া হবে না। কেও যদি এ ধরনের দুর্নীতি করে তার বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, অনেকেই আমার কাছে অভিযোগ করে বলেন, সাব-রেজিস্ট্রার অফিসের প্রায় প্রতিটি কাজেই অতিরিক্ত অর্থপ্রদান করে কাজ সমাধান করতে হচ্ছে। এছাড়াও হয়রানীর শিকার হচ্ছেন বেশিরভাগ মানুষ। আমি এ ব্যাপারে খুবই কঠোর। আমার কাছে দুর্নীতির কোন স্থান নেই।

এ ছাড়াও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, এক সপ্তাহে খোকসা সাব রেজিস্ট্রার অফিসে দুদক অভিযান পরিচালনা করে। ওই অফিসে হানা দিয়ে নৌশ প্রহরীর পকেট থেকে ৪০ হাজার টাকা উদ্ধার করে। এছাড়াও অফিসের নানা অসঙ্গতি দেখতে পেয়েছেন বলে অভিযানিক দলের কর্মকর্তারা সাংবাদিকদের জানিয়েছেন।

পাগলা মসজিদে ২৮টি বস্তায় ৯ কোটি ১৭ লাখ টাকা!

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স (সিন্দুক) চার মাস ১২ দিন পর আবারও খোলা হয়েছে। বাক্সগুলোয় পাওয়া টাকাগুলো ২৮টি বস্তায় ভরা হয়।

টাকা গণনা করে ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা পাওয়া গেছে। এ ছাড়াও স্বর্ণ ও রূপাসহ বেশ কিছু বৈদেশিক মুদ্রাও পাওয়া গেছে।

আজ শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যার আগে গণনা শেষে দানের টাকার এ হিসাব পাওয়া যায়।

এর আগে শনিবার সকালে পাগলা মসজিদের ১১টি দানবাক্স (সিন্দুক) খোলা হয়। এরপর শুরু হয় দিনব্যাপী টাকা গণনার কাজ এবং সন্ধ্যার আগে টাকা গণনার কাজ শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন-কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান, কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাছান চৌধুরী ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যসহ আরো অনেকেই।

আরও পড়ুন: 

কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

টাকা গণনা কাজে পাগলা মসজিদ মাদরাসা, আল জামিয়াতুল ইমদাদিয়া মাদরাসার ২৫০ জন ছাত্র, রূপালী ব্যাংকের ৭০ জন স্টাফ, মসজিদ কমিটির সদস্য ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।

এছাড়াও সার্বিক তদারকি ও নিরাপত্তার দায়িত্বে ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তা, সেনা সদস্য, পুলিশ সদস্য ও আনসার সদস্যরা।

সাধারণত তিন মাস পর পর পাগলা মসজিদের দানবাক্স (সিন্দুক) খোলা হয়। এবার চার মাস ১২ দিন পর দানবাক্স (সিন্দুক) খোলা হয়েছে। টাকা গণনা শেষে এবার ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা পাওয়া যায়।

এছাড়াও দানকৃত গবাদি পশু ও অন্যান্য সামগ্রী নিলামে বিক্রি করে টাকাগুলো মসজিদের অ্যাকাউন্টে জমা রাখা হয়।

এর আগে, সর্বশেষ গত বছরের ৩০ নভেম্বর মসজিদের দান বাক্স (সিন্দুক) খুলে গণনা করে ৮ কোটি ২১ লাখ ৩৪ হাজার ৩০৪ টাকা পাওয়া যায়। এ ছাড়াও স্বর্ণ ও রূপাসহ বেশ কিছু বৈদেশিক মুদ্রাও পাওয়া গেছে।

google-news-channel-newsasia24

রেললাইনে মাথা দিয়ে কাতার প্রবাসীর আত্মহত্যা!

নোয়াখালী প্রতিনিধি: বাংলাদেশে ফিরেই রেললাইনে মাথা দিয়ে মো. আবুল বাশার দুলাল (৫৫) নামে এক কাতার প্রবাসী আত্মহত্যা করেছেন।

সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

নিহত দুলাল জেলার সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর সাহপুর গ্রামের হাজী নুকুল বেপারী বাড়ির আব্দুল মালেকের ছেলে।

রেলওয়ে পুলিশ জানায়, বিভিন্ন মেয়াদে দুলাল গত ২৪ বছর ধরে কাতার ছিলেন। গত ৪ মাস আগে তিনি দেশ থেকে কাতার যান। সোমবার সকাল সোয়া ৭টার দিকে পরিবারের কাউকে না জানিয়ে তিনি বাংলাদেশে ফিরে আসেন। এরপর একুশে পরিবহনের একটি বাসে করে নোয়াখালীর চৌমুহনী চৌরাস্তায় আসেন।

আরও পড়ুন: 

পরে একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চৌমুহনী রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইনে মাথা দিয়ে শুয়ে পড়েন। এ সময় কুমিল্লার লাকসাম থেকে নোয়াখালীগামী সমতট এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা যান তিনি।

চৌমুহনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রদীপ কুমার মজুমদার জানান, বর্তমানে মরদেহ বেগমগঞ্জ চৌমুহনী রেলওয়ে পুলিশ হেফাজতে রয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিবার আত্মহত্যার কোনো কারণ জানাতে পারেনি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে।

google-news-channel-newsasia24

ঈশ্বরদীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৫

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ পাঁচ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় এক জন গুরুতর আহত হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ঈশ্বরদী-দাশুড়িয়া মহাসড়কের ঢুলটি বহরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঈশ্বরদী উপজেলার দিয়ার বাঘইল গ্রামের মৃত বাবু প্রামাণিকের ছেলে রাব্বি প্রামানিক (৩০), তার স্ত্রী মুক্তা খাতুন (৩০), তাদের ছেলে মুস্তাকিম (২), ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আশরাফুল ইসলামের ছেলে রাতুল ইসলাম (১৮) ও ঈশ্বরদী উপজেলার রানা হোসেনের ছেলে তোহা (২৫)। তারা সকলে অটোরিকশার যাত্রী ছিলেন।

আরও পড়ুন:

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, যাত্রীবাহী বাসটি ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। আর অটোরিকশাটি বিপরীতদিকে যাচ্ছিল। এ সময় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চার জন নিহত হয়। দুইজন আহত হয়।

তাদের আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ঈশ্বরদী হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যায়।

ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে। তবে বাসটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

google-news-channel-newsasia24

এবার নয়াবাড়ী এলাকায় সংঘবদ্ধ ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের নয়াবাড়ী এলাকায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক নারী (২০)। ওই নারী চার মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। এই ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

আজ রবিবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি বর্তমানে হাসপাতালের গাইনি বিভাগের ২১২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার নারী কনস্টেবল সাদিয়া আফরিন জানান, শনিবার (৮ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে স্বামীর সঙ্গে অভিমান করে চাঁদপুর থেকে লঞ্চে ঢাকার সদরঘাটে আসেন ওই নারী।

পরে পোস্তগোলা এলাকায় রাত সাড়ে ৯টার দিকে অজ্ঞাত চার যুবক তাকে প্রলোভন দেখিয়ে দক্ষিণ কেরানীগঞ্জের পাঁচগাও ঋষিপাড়া এলাকার নির্জন জায়গায় নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে দুজনকে ধরে পুলিশে সোপর্দ করেন। বাকি দুইজন পালিয়ে যায়। আমরা ওই নারীর কাছে থেকে জানতে পারি তিনি চার মাসে অন্তঃসত্ত্বা।

আরও পড়ুন: 

তিনি আরও বলেন, আমরা অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে এসে গাইনি বিভাগের ২১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করি।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, দক্ষিণ কেরানীগঞ্জ থেকে এক নারী ধর্ষণের শিকার হয়ে ঢাকা মেডিকেলে এসেছেন। তাকে ২১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

google-news-channel-newsasia24

বিদেশের জুয়েলারির চাকরি খুইয়ে এখন দেশের কারাগারে সামিয়া

 চট্টগ্রাম প্র্রতিনিধিঃ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক নারী বিমান যাত্রীর আসনের নিচ থেকে ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

প্রায় আড়াই কোটি টাকা মূল্যের এই স্বর্ণ উদ্ধারের ঘটনায় নারী যাত্রীকে আটকের পাশাপাশি জব্দ দেখানো হয়েছে বাংলাদেশ এয়ারলাইনসের বিমানটিকেও।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট থেকে এই স্বর্ণবার উদ্ধার করা হয়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটে (বিজি ১৮৪) অভিযান পরিচালনা করেন।

অভিযানে আতিয়া সামিয়া নামের এক নারী যাত্রীর আসনের নিচে কৌশলে লুকিয়ে রাখা ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ৩৩০ গ্রাম।

আরও পড়ুন: 

এই ঘটনায় ওই নারী যাত্রীকে আটক করার পাশাপাশি জব্দ দেখানো হয়েছে বিমানটিকেও।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বিল্লাল হোসেন বলেন, “সংযুক্ত আরব আমিরাতে ‘ওশেন গোল্ড অ্যান্ড ডায়মন্ড জুয়েলারি’ নামের একটি দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করেন এই নারী।

দেশেও তিনি অনলাইনে সোনা বিক্রি করেন। তার বাড়ি রাজশাহীর বোয়ালিয়া থানা এলাকায়। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ২ কোটি ৬০ লাখ টাকা।”

google-news-channel-newsasia24