শিরোনাম

আন্তর্জাতিক

যুদ্ধ বিরতির পর আবারও গাজায় হামলা, নিহত: ‍১৭৮

নিউজ এশিয়া২৪ ডেস্ক: যুদ্ধ বিরতির পর ইসরায়েলির হামলায় গাজায় প্রথম দিনে নিহত হয়েছেন মোট ১৭৮ জন ফিলিস্তিনি।

৬দিন যুদ্ধবিরতি শেষে গাজা উপত্যকায় ইসরায়েলি স্থল ও বিমান বাহিনী অভিযান শুরুর প্রথম দিনে সেখানে নিহত হয়েছেন মোট ১৭৮ জন ফিলিস্তিনি । উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন এএফপি।

israil-filistini-yodh-gap-hamla-die-176-newsasia24

গত দেড় মাসের বেশি সময় ধরে যুদ্ধ চলার পর জিম্মি-বন্দি বিনিময় এবং গাজায় মানবিক ত্রাণ প্রবেশের সুযোগ দিতে ২৫ নভেম্বর সাময়িক যুদ্ধবিরতি চুক্তি করে হামাস।

সেই বিরতি শেষ হয় শুক্রবার ভোরে উপত্যকায় ইসরায়েলি বিমান ও স্থলবাহিনীর অভিযান শুরুর মধ্যে দিয়ে।শুক্রবার ভোরের দিকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর হিলোটের বাসিন্দারা সাইরেনের শব্দে জেগে ওঠেন।

আরও পড়ুন>>পাকিস্তানে ৫১ নারী সন্ত্রাসীর তালিকা প্রকাশ: সিটিডি

আইডিএফ জানায়, গাজা থেকে রকেট ছোড়া হয়েছিল এবং ক্ষেপণাস্ত্র সুরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেই রকেট আঘাত হানার আগেই তা ধ্বংস করে ফেলা হয়েছে।

এই ঘটনার পর পরই এক তাৎক্ষণিক বিবৃতিতে গাজায় ফের অভিযান শুরুর ঘোষণা দেন আইডিএফ।

গাজার হামাস নেতৃত্বাধীন স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা উপত্যকার অন্তত ১০০টি স্থানে গোলা বর্ষণ করেছে ইসরায়েলি বিমানবাহিনী।

আরও পড়ুন>>টুইটারে হোমসের মাথায় গুলি করার ভিডিও ভাইরাল

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালানোর পর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। পরে ১৬ অক্টোবর থেকে অভিযানে যোগ দেয় স্থল বাহিনীও।

আরও পড়ুন>>১০০ বছরে মারা গেলেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলি বাহিনীর টানা দেড় মাসের অভিযানে কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে গাজা উপত্যকা, নিহত হয়েছেন ১৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি। নিহত এই ফিলিস্তিনিদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা ১০ হাজারেরও বেশি।

google news newsasia24

স্বামীকে স্ত্রীর নগ্ন ছবি পাঠিয়ে ব্ল্যাকমেল

নিউজ এশিয়া২৪ ডেস্ক: স্বামীকে স্ত্রীর নগ্ন ছবি পাঠিয়ে ব্ল্যাকমেলের চেষ্টা করল অভিজিৎ।

নারীর ভুয়া ফেসবুক প্রোফাইল তৈরি করে তরুণীর নগ্ন ছবি আদায়। পরে সেই সব ছবি হাতিয়ার করে ব্ল্যাকমেলের চেষ্টা। কিন্তু শেষ রক্ষা করতে পরলো না। টাকা নেওয়ার সময় পুলিশের কাছে হাতেনাতে ধরা পড়লেন অভিযুক্ত।

husbend-wife-picture-bluckmail-newsasia24জানা গেছে, ওই তরুণী ভারতের সিউড়ির এক প্রতিষ্ঠিত ব্যবসায়ীর স্ত্রী। কয়েক বছর আগে অভিজিৎ দাসের (২৩) সঙ্গে সোশাল মিডিয়ায় আলাপ হয় তার।

পুলিশের দাবি, অভিজিৎ তিনটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করতেন। তার একটির নাম অর্পিতা সরকার।

অর্পিতার সঙ্গে ওই ব্যবসায়ীর স্ত্রীর তিন বছরের আলাপ। এ সময় দুজনের মধ্যে নগ্ন ছবি আদানপ্রদান হয়। সেগুলো রেকর্ড করে রাখে অভিজিৎ।

আরও পড়ুন>>পাকিস্তানে ৫১ নারী সন্ত্রাসীর তালিকা প্রকাশ: সিটিডি

পেশায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অভিজিৎ দুই দিন আগে ওই ব্যবসায়ীর স্ত্রীর কাছে পাঁচ লাখ রুপি দাবি করেন। টাকা না দিলে নগ্ন ছবি সোশাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার হুমকিও দেন।

নমুনা হিসাবে অর্পিতার মেসেঞ্জার থেকে কিছু নগ্ন ছবি ওই ব্যবসায়ীর অ্যাকাউন্টে পাঠিয়ে দেন অভিজিৎ। জানাজানি যাতে না হয় তাই দুই লাখ রুপি দিতে রাজি হন ব্যবসায়ী।

এরপর থানায় অভিযোগ জানান ব্যবসায়ী। পুলিশ অভিযুক্তের বাড়িতে তদন্তে যায়। এর জের ধরে আবারও টাকা চেয়ে বসেন অভিজিৎ।

আরও পড়ুন:

দুপুরে একটি ঠিকানায় টাকা নিয়ে হাজির হতে বলেন। পরে ঠিকানা পাল্টে সিউড়ির বাইরে তসরকাটার জঙ্গলে টাকা নিয়ে হাজির হতে বলেন।

পুলিশ তাকে ধরতে ফাঁদ পাতে। সাদা পোশাকে জঙ্গলের চারিদিকে আত্মগোপন করে ছিল তারা। ব্যবসায়ী ওই জঙ্গলে পৌঁছালে যুবক মোটরসাইকেলে করে টাকা নিতে আসে। পুলিশ তখনই তাকে হাতেনাতে ধরে ফেলে। সাইবার অপরাধের ধারায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।

google news newsasia24

পাকিস্তানে ৫১ নারী সন্ত্রাসীর তালিকা প্রকাশ: সিটিডি

নিউজ এশিয়া২৪ ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া নামক প্রদেশের সন্ত্রাসবিরোধী বিভাগ (সিটিডি) নারী সন্ত্রাসীদের একটি তালিকা প্রকাশ করেছে।

এ সকল নারী সন্ত্রাসীরা ২০১৪ সাল থেকে বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িত।pakisthan-51-nari-sontras-list-prokash-newsasia24

এর মধ্যে রয়েছে সন্ত্রাসবাদ, অপহরণ ও হত্যার মতো অভিযোগ । সিটিডি তাদের গ্রেপ্তারের বিষয়ে সাহায্য চেয়েছে।

তালিকা অনুযায়ী ৩০ জন নারী সন্ত্রাস কর্মকান্ডে জড়িত , ১৩ জন অপহরণে সঙ্গে জড়িত, দুইজন চাঁদাবাজিতে এবং তিনজন করে টার্গেট কিলিং ও সন্ত্রাসে অর্থায়নের সঙ্গে জড়িত।

আরও পড়ুন:

সিটিডির ডিআইজি ইমরান শহীদ বলেন, নারী অপরাধীদের সঙ্গে কোনো সূত্র জড়িত না থাকায় গোয়েন্দা সংস্থা তাদের গ্রেপ্তারে অসুবিধার সম্মুখীন হচ্ছে।

এসব নারী সন্ত্রাসীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা হয়েছে। কয়েকটি মামলা বিভিন্ন আদালতে প্রক্রিয়াধীন।

google news newsasia24

টুইটারে হোমসের মাথায় গুলি করার ভিডিও ভাইরাল

নিউজ এশিয়া২৪ ডেস্ক: টুইটারে ডেভিন হোমসের মাথায় গুলি করার ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে তার বন্ধু আচমকা হোমসের মাথায় গুলি করেন।

আজ শুক্রবার (১ ডিসেম্বর) বাংলাদেশ সময় সাড়ে ৪টায় ‍ ‍”ডিমনেস” নামক এক আইডিতে ভিডিও টি পোস্ট করা হয়।

ভিডিওতে দেখা যাচ্ছে, পার্কিং করা একটি গাড়িতে হোমসের একজন ছেলে বন্ধু এবং একজন মেয়েবন্ধু আড্ডা দিচ্ছেন। এমন সময় গাড়িতে থাকা হোমসের পিস্তলটি দিয়ে হাসাহাসি করতে করতে পিস্তলটি লোড করে মেয়েবন্ধুটি হোমসকে ভয় দেখায়। কিন্তু এতেই কাল হয়ে দাঁড়ায় হোমসের।

এক পর্যায়ে মেয়ে বন্ধুটির হাত থেকে অনিচ্ছাকৃতভাবে ট্রিগারে চাপ লাগে এবং গুলি সরাসরি হোমসের মাথায় ঢুকে যায়। নিমিষেই গাড়ির সিটের উপর লুটিয়ে পড়েন হোমস।

google news newsasia24

গুলি লাগার সাথে সাথেই হোমসের দুই বন্ধু ভয়ে গাড়ি থেকে নেমে পালিয়ে যান।

devin-homes-dead-twitter-post-video-viral-newsasia24 2
টুইটার থেকে সংগৃহীত, নিউজ এশিয়া২৪

ঘটনাটি ঘটে ২০০৮ সালে। কিন্তু ভিডিওটি ফেসবুকে লাইভ করা হলেও পরবর্তিতে সেটি ডিলিট করে দেয়া হয়। ফলে সবার আড়ালে থেকে যায় ভিডিওটি। দীর্ঘ পনেরো বছর পর ডেভিন হোমসের ভিডিও সবার সামনে উঠে এসেছে। টুইটারে পোস্ট করা হলে ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন: 

১০০ বছরে মারা গেলেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

নিউজ এশিয়া২৪ ডেস্ক: ১০০ বছরে মারা গেলেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ১০০ বছর।

স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের কানেক্টিকাটে তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।

পররাষ্ট্রমন্ত্রী হওয়র আগে কিসিঞ্জার হার্ভার্ডের একজন অধ্যাপক ছিলেন। পরে ৫৬তম মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন।

তিনি মার্কিন-সোভিয়েত যুদ্ধের অন্যতম কারিগর।

কিসিঞ্জার ১৯২৩ সালের ২৭ মে জার্মানির একটি ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন। তার পরিবার নাৎসি শাসন আমলে জার্মানি থেকে পালিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যায়। সেখানেই তার বেড়ে ওঠা। এরপর ১৯৪৩ সালে তিনি মার্কিন নাগরিক হন। আর মার্কিন সেনাবাহিনীতে এবং পরে কাউন্টার ইন্টেলিজেন্স কর্পসে তিন বছর চাকরি করেন।

আরও পড়ুন: 

বাংলাদেশের ইতিহাসে হেনরি কিসিঞ্জার তার এক মন্তব্যের জন্য বেশ পরিচিত ছিলেন। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ওয়াশিংটনে দক্ষিণ এশিয়া পরিস্থিতি নিয়ে হওয়া এক বৈঠকে বাংলাদেশে খাদ্য সহায়তার কথা উঠলে কিসিঞ্জার ‘ বাস্কেট কেস ‘ প্রসঙ্গ তোলেন। এরপর থেকে বাস্কেট কেস বা তলাবিহীন ঝুড়ি কথাটা বাংলাদেশের হয়ে যায়।

এছাড়াও ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় তিনি পাকিস্তানের পক্ষ নিয়েছিলেন।

google news newsasia24

মালয়েশিয়ায় নিহত ৩ বাংলাদেশির পরিচয় শনাক্ত

নিউজ এশিয়া২৪ ডেস্ক: মালয়েশিয়ায় ভবন ধসে নিহত তিন বাংলাদেশি ও আহত দুজন শ্রমিকের পরিচয় পাওয়া গেছে।

এখনও নিখোঁজ রয়েছেন চারজন। তারা সবাই বাংলাদেশি শ্রমিক বলে জানিয়েছেন পুলিশ।

বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (লবোর) এএসএম জাহিদুর রহমান নিহতদের পরিচয় শনাক্ত করেছেন।

maloisiya-accident-bangladeshi-people-identify-newsasia24

নিহতরা হচ্ছেন- মোহাম্মদ মোকাদ্দেস আলী (৪৬), মোহাম্মদ সাইফুল ইসলাম (২৯) ও মো. আহেদ আলী (৪২)।

আহত দুইজন হচ্ছেন- মো. রাজু ইসলাম (৩৩) ও মো. উজ্জ্বল মৃধা (৩০)।

তাদের পেনাং হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে উজ্জ্বলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন জাহিদুর রহমান।

স্থানীয় সময় মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে মালয়েশিয়ার পেনাং রাজ্যে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন>>ইউক্রেন রাশিয়া যুদ্ধ : সবচেয়ে বড় ড্রোন হামলা

পেনাংয়ের উপ-পুলিশপ্রধান মোহাম্মদ ইউসুফ জান মোহাম্মদ এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন- এ ঘটনার ভুক্তভোগীরা বাংলাদেশি নাগরিক।

এদিকে দুর্ঘটনায় নিহত-আহত বাংলাদেশি শ্রমিকদের পরিচয় শনাক্তের জন্যে ঘটনাস্থল ও হাসপাতালে ছোটাছুটি করছেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (লেবার) এএসএম জাহিদুর রহমান।

আরও পড়ুন:

এছাড়া ঘটনাস্থলে রয়েছেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ এ খাস্তগীর ও বাংলাদেশ কনস্যুলেট দাতুক শাইক ইসমাইল আলাউদ্দীন।

google news newsasia24

ইউক্রেন রাশিয়া যুদ্ধ : সবচেয়ে বড় ড্রোন হামলা

নিউজ এশিয়া২৪ ডেস্ক: ইউক্রেন রাশিয়া যুদ্ধকালের সবচেয়ে বড় ড্রোন হামলা চালালো রাশিয়া।

কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।

ucraine-rassia-drone-hamla-newsasia24

শহরটির মেয়র জানিয়েছেন, গত বছর পূর্ণমাত্রায় আক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেনের রাজধানীতে এটিই রাশিয়ার বৃহত্তম ড্রোন হামলা।

বিবিসি জানিয়েছে, আজ শনিবার (২৫ নভেম্বর) ভোরের আলো ফোটার আগেই বিস্ফোরণের শব্দে ঘুম ভাঙে কিয়েভের বাসিন্দাদের।

এরপর অন্তত ছয় ঘণ্টা ধরে তাণ্ডব চালায় রুশ ড্রোন। শহরের উত্তর ও পূর্ব দিক থেকে ধেঁয়ে আসে একের পর এক হামলা।

ইউক্রেনীয় কর্মকর্তাদের দাবি, হামলায় ইরানের তৈরি অন্তত ৭৫টি শাহেদ ড্রোন ব্যবহার করেছে মস্কো। এর মধ্যে ৭৪টি ড্রোনই ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন।

ইউক্রেনে হামলা চালাতে ক্ষেপণাস্ত্রের সস্তা বিকল্প হিসেবে ইরানি ড্রোন ব্যবহার করছে রাশিয়া।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন,আজ শনিবারে(২৫ নভেম্বর) এই হামলায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে পাঁচজন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত ভবনগুলোর মধ্যে একটি কিন্ডারগার্টেন রয়েছে।

ইউক্রেনীয় প্রেসেডন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে ‘ইচ্ছাকৃত সন্ত্রাস’ বলে আখ্যা দিয়েছেন।

আরও পড়ুন:

তিনি বলেছেন, তার দেশ ‘রুশ সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরক্ষায় বিশ্বকে একত্রিত করতে কাজ চালিয়ে যাবে’।

তীব্র শীতের মধ্যে রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোগুলোকে ফের লক্ষ্যবস্তু করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রুশ হামলার জেরে বর্তমানে মধ্য কিয়েভের প্রায় ১৬ হাজার বাড়ি বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।

google-news-follow-us-newsasia24
গুগোল নিউজ ফলো করতে ক্লিক করুন

বিষাক্ত সাপ দিয়ে স্ত্রী-কন্যাকে হত্যা করলো স্বামী!

আন্তর্জাতিক ডেস্ক:  বেশ কিছুদিন ধরে স্ত্রীর সাথে স্বামীর বনিবনা না হওয়ায় রাতে ঘুমন্ত স্ত্রী-কন্যার ইপর বিষাক্ত সাপ ছেড়ে দেয় স্বামী। আর এই সাপের কামড়ে মৃত্যু হয় স্ত্রী ও কন্যার।

আজ শুক্রবার(২৪ নভেম্বর) স্বামী গণেশকে গ্রেফতার করে পুলিশ। স্ত্রী বাসন্তী ও কন্যা দেবাস্মিতাতে হত্যার দায়ে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, ২০২০ সালে অর্থাৎ ৩ বছর আগে ভারতের ওড়িশার গঞ্জাম জেলার কবিসূর্যনগরের আধেগাঁও গ্রামের গণেশের সাথে বিয়ে হয় বাসন্তীর। তাদের সংসারে একটি কন্যা রয়েছে। কিন্তু স্ত্রী বাসন্তীর সাথে গণেশের তেমন কোন মিল ছিল না। বেশীরভাগ সময় ঝরগা বিবাধ লেগেই থাকতো।

প্রায় দেড় মাস আগে গণেশ তার স্ত্রী এবং কন্যাকে বিষাক্ত সাপের কামড়ে হত্যা করে।

wife-daughter-dead-by-sanke-by husband-india-news-newsasia24

google news newsasia24

পুলিশ জানিয়েছে, গণেশ ধর্মীয় উদ্দেশে ব্যবহার করার কথা বলে ওই সাপটি কিনেছিলেন। এ ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর (ইউডি) মামলা করেছে।

তাছাড়া বাসন্তীর বাবা গণেশের বিরুদ্ধে হত্যার অভিযোগে এফআইআর দায়ের করেছেন।

আরও পড়ুন: 

নেদারল্যান্ডে রাজনৈতিক সুনামি

নিউজ এশিয়া২৪ ডেস্ক: নেদারল্যান্ডে চলছে রাজনৈতিক সুনামি। নেদারল্যান্ডে গির্ট ওয়াইল্ডার্স ও তার অঙ্গসংগঠন দলগুলো সবচেয়ে শক্তিশালী দল হিসেবে বিবেচিত হয়েছে।

বুধবার (২২ নভেম্বর) সংসদ নির্বাচনে জয়ী হন গির্ট ওয়াইল্ডার্স। যিনি ইউরোপের সবচেয়ে বিখ্যাত ডানপন্থী জনতাবাদী এবং ইসলামের বিরোধীদের একজন।

গির্ট ওয়াইল্ডার্স এর ১৫০টি আসনের মধ্যে ৩৫ টি আসন আশা করাটা ইইরোপরে সংবাদ মাধ্যম “এনজেডজেড” রাজনৈতিক সুনামি বলে মনে করেন।

গতকাল বুধবার উইল্ডার্স তার সমর্থকদের উদ্দেশে খুশিতে চিৎকার করে বলেন, “আমরা বিজয় লাভ করেছি”, ডাচম্যান আবার প্রথম আসবে।

অনান্য প্রার্থীরাও তালিকায় ছিলেন

কয়েক সপ্তাহ ধরে চলা এই নির্বাচনে অন্য তিন শীর্ষ প্রার্থীদের জনপ্রিয়দের তালিকায় রাখা হয়েছিল। এরা হলেন উদারপন্থী-রক্ষণশীল পিপলস পার্টি ফর ফ্রিডম অ্যান্ড ডেমোক্রেসি (ভিভিডি) থেকে দিলান ইয়েসিলগোজ, সোশ্যাল ডেমোক্র্যাট এবং গ্রিনসের যৌথ তালিকা সহ ফ্রান্স টিমারম্যানস এবং মধ্যপন্থী পিটার ওমজিট।

europ-politics-tsubami-Wilders-Netherlands-newsasia24
গির্ট ওয়াইল্ডার্স নেদারল্যান্ডসে নির্বাচনের ফলাফলের প্রতিক্রিয়া জানাচ্ছেন

আরও পড়ুন: 

নির্বাচনে, বামপন্থী টিমারম্যানের জোটের রয়েছে ২৬ টি আসন, ইয়েসিলগোজের ভিভিডির রয়েছে ২৩ টি আসন, এবং ওমটিজিটের দলের রয়েছে ২০ টি আসন।

নির্বাচনে জয়ী হওয়া গির্ট ওয়াইল্ডার্স তার প্রতিপক্ষ দলকে একসাথে কাজ করার আহ্বান করেন।

এছাড়াও ওয়াইল্ডার্সের মতে, ইসলামের বিরুদ্ধে লড়াই এবং মসজিদ বা মাদ্রাসা বন্ধ করা অগ্রাধিকার নয়। দেশে আশ্রয়প্রার্থীদের প্রবেশ বন্ধ করা অনেক বেশি গুরুত্বপূর্ণ।

google news newsasia24

বছর শেষে সোমালিয়ার এক চতুর্থাংশ ক্ষুধার্ত হওয়ার ঝুঁকি – জাতিসংঘ

নিউজ এশিয়া২৪ ডেস্ক: বছরের শেষে সোমালিয়ার জনসংখ্যার এক চতুর্থাংশ বা ৪.৩ লক্ষ মানুষ ক্ষুধার্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (WFP) অনুসারে, তারা সম্প্রতি মারাত্বক বন্যার মুখোমুখি হয়েছিল। কয়েক দশকের সবচেয়ে খারাপ অবস্থা তাদের। কয়েক দশকের সবচেয়ে খারাপ ফলে লক্ষ লক্ষ মানুষকে অনাহারের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে।

মানবিক সহায়তা এখন পর্যন্ত দুর্ভিক্ষ পরিস্থিতি রোধ করেছে, কিন্তু ডব্লিউএফপি অনুসারে, সোমালিয়া এক দশকেরও বেশি সময় ধরে তার সবচেয়ে খারাপ স্তরের অপুষ্টির মুখোমুখি হচ্ছে।

One-in-four-Somalis-could-go-hungry-by-the-end-of-the-year-UN
ছবি সংগৃহীত

আফ্রিকাকে সাহায্য করারমত জাতিসংঘের পর্যাপ্ত তহবিল নেই। তাদের সক্শমতার তুলনায় আফ্রিকার অর্ধেকেরও কম। 

রবিবারের একটি সরকারী প্রতিবেদনে বলা হয়েছে, অবিরাম বৃষ্টির কারণে সৃষ্ট বন্যার কারণে সোমালিয়ায় কমপক্ষে ৩১ জন মারা গেছে এবং প্রায় ৫ লক্ষ  মানুষেকে তাদের বাড়িঘর ছেড়ে যেতে হয়েছে।

সোমালিয়ায় এল নিনোর আবহাওয়ার কারণে অবিরাম বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে বাড়িঘর এবং কৃষিজমি প্লাবিত হয়েছে।

বর্তমানে আফ্রিকার হর্নে বর্ষা মৌসুমকে প্রশস্ত করছে, ইথিওপিয়াতে (কমপক্ষে ২০ জন মারা গেছে) এবং কেনিয়াতে (কমপক্ষে ১৫ জন মারা গেছে) এর মারাত্মক পরিণতি হয়েছে।

আরও পড়ুন:

সোমালিয়াতে ১৭লক্ষ অধিবাসীদের অধিকাংশই গবাদি পশু এবং কৃষিকাজ করেন । জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলির মধ্যে একটি।

এই দরিদ্র দেশটি আল-কায়েদার সাথে সম্পৃক্ত ইসলামপন্থী যোদ্ধাদের আক্রমণেরও শিকার, যারা ১৫ বছরেরও বেশি সময় ধরে রক্তক্ষয়ী বিদ্রোহ চালিয়ে আসছে।

google-news-follow-us-newsasia24
গুগোল নিউজ ফলো করতে ক্লিক করুন