এবার কোম্পানির সিইও রোবট

নিউজ এশিয়া২৪ ডেস্ক: এবার কোম্পানির সিইও হবে রোবট। কৃত্তিম বুদ্ধিমত্তা আর রোবটিক্সের বিশ্বব্যাপী জয় জয়কার । প্রায় প্রতিটি যায়গায় মেশিন লার্নিং, এআই এবং রোবটের ব্যবহার। সেই অনুযায়ী এবার রোবট হয়েছে কোম্পানির সিইও।

বিভিন্ন কর্মক্ষেত্রে যেমন অফিস কিংবা রেস্তোরাঁয় অনেক দিন থেকেই রোবটের ব্যবহার হলেও প্রতিষ্ঠানের প্রধান হিসাবে এবারই প্রথম। পোল্যান্ডের বিখ্যাত এক বহুজাতীয় পানীয় সংস্থা, ডিক্টেডার ঠিক করেছে এখন থেকে চাকরি দেওয়া বা নেওয়ার সমস্ত বিষয়ের দায়িত্ব রোবটের।

এখন থেকে লাভ-ক্ষতি, মার্কেটিং কৌশল, বিজনেস স্ট্র্যাটেজিসহ যাবতীয় বিষয় দেখবে এআই।

মিকাই সিদ্ধান্ত নেবে কীভাবে কোন পথে এগুলো আরও বেশি বিপণন করতে পারবে সংস্থাটি, কোথায় লগ্নি করলে মিলবে সুবিধা।

শুধু তাই নয়, অফিসের ভেতরেও নাক গলাবে এই মিকা। অর্থাৎ কোনো ডিপার্টমেন্টের কাজ ভালো হচ্ছে, কাদের কাজ খারাপ হচ্ছে সবদিকে নজর থাকবে এ রোবটের। পদোন্নতি থেকে বরখাস্ত সবই থাকবে মিকার হাতে।

আরও পড়ুন: চাঁদকে ‘হিন্দু রাষ্ট্র’ ঘোষণার দাবি

এছাড়াও কোন কর্মীকে কোথায় প্রয়োজন, কার কাজের পরিধি কী হবে সবই বলবে মিকা। এখানেই শেষ নয়। প্রত্যেক কর্মীর পারফরমেন্স যাচাই করবে এআই রোবট।

প্রত্যেক কর্মীর প্রমোশন-ইনক্রিমেন্ট সবই থাকবে এই কৃত্রিম বুদ্ধিমত্তা থাকা রোবটের হাতে। সংস্থার এ সিদ্ধান্ত নিয়েই এখন জোর শোরগোল পুরো বিশ্বে।

কিবোর্ডে বাংলা টাইপ করার সবচেয়ে সহজ পদ্ধতি!

এবার আপনার তথ্য জানাবে গুগল, জেনে নিন কিভাবে

You May Also Like

+ There are no comments

Add yours