আপনি কি নিয়মিত লেখালেখি করেন? লেখা প্রকাশ করার উপায় খঁজছেন? তার সাথে আয়? তাহলে সুখবরটা আপনার জন্য! আপনার বিভিন্ন ধরনের লেখা প্রকাশ করুন নিউজ এশিয়া২৪ (www.newsasia24.com)এ। আর আপনি পাবেন আপনার পারিশ্রমিক।
লেখা যেভাবে পাঠাবেন:
১) প্রথমে এই পেজটিতে লাইক দিন। লাইক দিতে এখানে ক্লিক করুন।
২) রেজিস্ট্রেশন করুন। আপনার নাম, ছবি, মোবাইল নম্বর (বিকাশ/নগদ/রকেট/ থাকতে হবে), ইমেইল, ঠিকানা সহ রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন। অথবা এই লিংকে প্রবেশ করুন>> https://forms.gle/7n8pkJdeJLGicqVc9
অথবা, (আপনার নাম, ছবি, মোবাইল নম্বর (বিকাশ/নগদ/রকেট/ থাকতে হবে), ইমেইল, ঠিকানা সহ নিম্ন লিখিত মেইলে মেইল করুন। ) ইমেইল: [email protected]
৩) ফেসবুকে সরাসরি মেসেজ দিতে পারেন https://www.facebook.co /bdnewsasia24
৪) লেখাটি মেইল করুন: [email protected]
শর্ত :
** ) কোন ওয়েবসাইট বা অনলাইনে প্রকাশিত লেখা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। লেখাটি সম্পূর্ন আপনার নিজের লেখা হতে হবে। অন্যকারও লেখা কপি করলে কোনভাবেই গ্রহণযোগ্য হবে না। পরবর্তিতে আপনার কোন লেখা আর গ্রহন করা হবে না।
১) আপনি কোন কপি লেখা পাঠালে আমাদের আইটি টিম ধরে ফেলবে। যদি কোন কপি রাইট পাওয়া যায় আপনার লেখা বাতিল বলে বিবেচিত হবে। তারসাথে আপনার কোন লেখা আর প্রকাশিত করা হবে না।
২) আপনার লেখা আমরা পর্যালোচনা করে প্রকাশিত করব।
৩) কোন প্রকার ( খারাপ, পর্ন বা ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে) এমন লেখা গ্রহণযোগ্য নয়। লেখাটি সর্বনিম্ন ৩০০ শব্দের হতে হবে। (কবিতা ব্যতিত/ক্ষেত্র বিশেষ)।
৪) প্রতিটি লেখার সাথে আপনার ছবি অথবা রিলেটেড (লেখা সম্পর্কীয়) ছবি পাঠাতে হবে।
৫) প্রতিটি লেখার নিচে আপনার নাম এবং মোবাইল নাম্বার দেয়া বাধ্যতামূলক।
৬) প্রতিটি নিয়ম-কানুন মেনে লেখাটি পাঠাতে হবে।
টাকা যে ভাবে পাবেন:
১) প্রতিটি লেখা সর্বনিম্ন ১০০০ (একহাজার) ভিউ হলে টাকা পাওয়ার যোগ্যতা অর্জন করবেন। ভিও ওয়েবসাইটে দেখা যাবে।
২) আপনার লেখা প্রতি ১০০০( এক হাজার) ভিউ হলে পাবেন ১০০ টাকা। ( যেমন: এক হাজার ভিউ হলে পাবেন ১০০ টাকা, দুই হাজার ভিউ হলে পাবেন ২০০ টাকা, পাঁচ হাজার ভিউ হলে পাবেন ৫০০ টাকা। ) তাই ভিউ বাড়াতে আপনার লেখাটি বেশী করে শেয়ার করুন।
৩) আমাদের মেম্বার হওয়ার পর ৫০০( পাঁচশত) ভিউ হলেই ১০০ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন।
যোগাযোগ:
নিউজ এশিয়া ২৪ (NewsAsia24)
মোবা: 013 31 51 41 03 / 019 62 36 33 72
ইমেইল: [email protected]
ওয়েবসাইট: www.newsasia24.com
রেজিস্ট্রেশন করার লিংকঃ https://forms.gle/7n8pkJdeJLGicqVc9
+ There are no comments
Add yours