শিরোনাম
mobile network

ইন্টারনেটের খরচ কমেছে

নিউজ এশিয়া২৪ ডেস্ক: গ্রাহকদের অসন্তোষ এবং মন্ত্রীর নির্দেশনার কারনে মোবাইল অপারেটরগুলো ইন্টারনেটের খরচ কমিয়েছে।

কোনো কোনো অপারেটর তিন দিনের দামে সাত দিনের প্যাকেজ করেছে, আবার কোনোটি সরাসরি দামও কমিয়ে ফেলেছে।

mobile network

গত ১৫ অক্টোবর থেকে মোবাইল ইন্টারনেটের তিন দিনের প্যাকেজ তুলে দেওয়া হয়।

অপারেটররা বলেছিল, তিন দিনের প্যাকেজ তুলে দিলে দাম বাড়বে। কারণ, তিন দিনের প্যাকেজটির চাহিদাই সবচেয়ে বেশি।

তিন দিনের প্যাকেজ তুলে দিয়ে নতুন নির্দেশনা কার্যকর হওয়ার পর দাম বেড়ে যাওয়ায় গ্রাহকদের অস্বস্তি ছিল।

এসবের কারনে মন্ত্রী মোস্তাফা জব্বার ১০ নভেম্বরের মধ্যে দাম কমানোর নির্দেশনা দিয়েছিলেন।

ইন্টারনেট প্যাকেজের খরচ কমানোর নির্দেশনায় প্রথমেই সাড়া দেয় টেলিটক।

আরও পড়ুন:

এরপর অন্যান্য অপারেটরগুলো প্যাকেজ রিডিজাইন করছে বলে জানিয়েছে।

অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (এমটব) ইন্টারনেটের দাম কমানোর বিষয়টি নিশ্চিত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *