বছর শেষে সোমালিয়ার এক চতুর্থাংশ ক্ষুধার্ত হওয়ার ঝুঁকি – জাতিসংঘ

নিউজ এশিয়া২৪ ডেস্ক: বছরের শেষে সোমালিয়ার জনসংখ্যার এক চতুর্থাংশ বা ৪.৩ লক্ষ মানুষ ক্ষুধার্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (WFP) অনুসারে, তারা সম্প্রতি মারাত্বক বন্যার মুখোমুখি হয়েছিল। কয়েক দশকের সবচেয়ে খারাপ অবস্থা তাদের। কয়েক দশকের সবচেয়ে খারাপ ফলে লক্ষ লক্ষ মানুষকে অনাহারের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে।

মানবিক সহায়তা এখন পর্যন্ত দুর্ভিক্ষ পরিস্থিতি রোধ করেছে, কিন্তু ডব্লিউএফপি অনুসারে, সোমালিয়া এক দশকেরও বেশি সময় ধরে তার সবচেয়ে খারাপ স্তরের অপুষ্টির মুখোমুখি হচ্ছে।

One-in-four-Somalis-could-go-hungry-by-the-end-of-the-year-UN
ছবি সংগৃহীত

আফ্রিকাকে সাহায্য করারমত জাতিসংঘের পর্যাপ্ত তহবিল নেই। তাদের সক্শমতার তুলনায় আফ্রিকার অর্ধেকেরও কম। 

রবিবারের একটি সরকারী প্রতিবেদনে বলা হয়েছে, অবিরাম বৃষ্টির কারণে সৃষ্ট বন্যার কারণে সোমালিয়ায় কমপক্ষে ৩১ জন মারা গেছে এবং প্রায় ৫ লক্ষ  মানুষেকে তাদের বাড়িঘর ছেড়ে যেতে হয়েছে।

সোমালিয়ায় এল নিনোর আবহাওয়ার কারণে অবিরাম বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে বাড়িঘর এবং কৃষিজমি প্লাবিত হয়েছে।

বর্তমানে আফ্রিকার হর্নে বর্ষা মৌসুমকে প্রশস্ত করছে, ইথিওপিয়াতে (কমপক্ষে ২০ জন মারা গেছে) এবং কেনিয়াতে (কমপক্ষে ১৫ জন মারা গেছে) এর মারাত্মক পরিণতি হয়েছে।

আরও পড়ুন:

সোমালিয়াতে ১৭লক্ষ অধিবাসীদের অধিকাংশই গবাদি পশু এবং কৃষিকাজ করেন । জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলির মধ্যে একটি।

এই দরিদ্র দেশটি আল-কায়েদার সাথে সম্পৃক্ত ইসলামপন্থী যোদ্ধাদের আক্রমণেরও শিকার, যারা ১৫ বছরেরও বেশি সময় ধরে রক্তক্ষয়ী বিদ্রোহ চালিয়ে আসছে।

google-news-follow-us-newsasia24
গুগোল নিউজ ফলো করতে ক্লিক করুন

You May Also Like

+ There are no comments

Add yours