শিরোনাম
Cocktail explosion in front of DU's F Rahman Hall

ঢাবির এফ রহমান হলের সামনে ককটেল বিস্ফোরণ

নিউজ এশিয়া২৪ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের সামনে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আজ বুধবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল থেকে নীলক্ষেত পুলিশ ফাঁড়ি ও এফ রহমান হলের মাঝের সড়কে পরপর চারটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। চলমান একটি মোটরসাইকেল থেকে কেউ ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। বিস্ফোরণের পর পুরো এলাকা অন্ধকার হয়ে যাওয়ায় তাদের শনাক্ত করা সম্ভব হয়নি।

আরও পড়ুন:

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনা জেনেছি। বাইরে থেকে হয়তো কেউ ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ চেক করার কাজ চলছে।

তিনি বলেন, অবরোধ চলায় আমাদের চেকপোস্টে পুলিশ প্রশাসনের লোকজন কম। তবে আমরা প্রশাসনকে বলেছি যেন নজরদারি বাড়ানো হয়।

google-news-channel-newsasia24

Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *