খুলনা প্রতিনিধি: খুলনার ফুলতলায় ভাতিজার হাঁসুয়ার আঘাতে চাচা শেখ মুজিবুর রহমান (৫৫) নিহত হয়েছেন । এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
গতকাল বুধবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খান জাহানপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শেখ মুজিবুর রহমান ওই গ্রামের মৃত শেখ আতিয়ার রহমানের ছেলে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল বাসার বলেন, শেখ মুজিবুরের সঙ্গে তার ভাতিজা আশরাফুল আলম ওরফে শেখ কুতুবউদ্দিনের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জেরে বুধবার রাত সাড়ে ৯টার দিকে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
আরও পড়ুন:
-
পালিয়ে যাওয়ার বর্ননা দিল খোকসার হারিয়ে যাওয়া মাদ্রাসা ছাত্র রব্বিন (ভিডিও)
-
পিএসসির প্রশ্নফাঁস: উপপরিচালকসহ গ্রেফতার ১৭
একপর্যায়ে কুতুবউদ্দিন ধারালো হাঁসুয়া দিয়ে চাচা মুজিবরকে উপর্যুপরি কোপাতে থাকে। এ সময় মারামারি ঠেকাতে গিয়ে মুজিবুর রহমানের স্ত্রী ও ছেলে আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুজিবুর রহমানকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় মুজিবরের স্ত্রী পুষ্প শেখ ও ছেলে হাফেজ শেখ মিরাজকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ফুলতলা থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, অভিযুক্ত আশরাফুল আলম কে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
+ There are no comments
Add yours