শিরোনাম
alhaz-soyod-abul-hasan

না ফেরার দেশে সাবেক যোগাযোগমন্ত্রী

নিউজ এশিয়া২৪ডেস্ক: দুনিয়ার মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে গেলেন সাবেক যোগাযোগমন্ত্রী ও সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ আবুল হোসেন। (ইন্না লিল্লাহি…রাজিউন)।

মঙ্গলবার (২৪ অক্টোবর) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ সময় তার বয়স হয়েছিল ৭২ বছর।

তিনি মাাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন।

তার মরদেহ হিমাঘরে রাখা হয়েছে। তার এক মেয়ে দেশের বাইরে আছেন। তিনি আসার পর দাফন কার্য সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, সৈয়দ আবুল হোসেন ১৯৫১ সালে মাদারীপুরের ডাসার বেতগ্রামে জন্মগ্রহণ করেন।

alhaz-soyod-abul-hasan

আরও পড়ুন:

তিনি বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে মাদারীপুর-৩ আসন থেকে ১৯৯১ সালে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

১৯৯৬ সালে এলজিইডি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ১৯৯৬ সালে।

এরপর তিনি ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত যোগাযোগমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *