নিউজ এশিয়া২৪ ডেস্ক: বিএনপি ও জামায়াতের অবরোধ কর্মসূচির ৩০ ঘণ্টায় দেশব্যাপী ১৮টি গাড়িতে অগ্নিসংযোগের খবর পেয়েছে ফায়ার সার্ভিস ।
গতকাল রবিবার (৫ নভেম্বর) সকাল ৪ থেকে আজ সোমবার (৬ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট ও ২১৬ জন সদস্য এসব আগুন নির্বাপণ করে। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অবরোধের ৩০ ঘণ্টায় রাজধানীতে ১০টি সহ ঢাকা বিভাগে ১৪টি এবং চট্টগ্রাম বিভাগে ৪টি গাড়িতে আগুন দেওয়া হয়। এর মধ্যে ১৩টি বাস, ২টি ট্রাক, ১টি প্রাইভেটকার, ১টি সিএনজি, ১টি লেগুনা পুড়ে যায়।
এই ১৮টি অগ্নিকাণ্ড নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ৩৬টি ইউনিট কাজ করে।
আরও পড়ুন:
- প্রধানমন্ত্রী শেখ হাসিনার পবিত্র ওমরাহ পালন
- বিএনপির বিরুদ্ধে মামলা ৮৯টি; আটক ২১৭২ জন
- জ্বালাও-পোড়াও এটাই তাদের উৎসব, এটাই তাদের চরিত্র:প্রধানমন্ত্রী
রবিবার (৫ নভেম্বর) দিবাগত রাত ২টা ১১ মিনিটে গাজীপুরে বাসে আগুন, সোমবার ভোর ৫টা ৫ মিনিটে চট্টগ্রামে বাসে আগুন, ৫টা ১৮ মিনিটে গাজীপুরের সফিপুরে বাসে আগুন, ৫টা ৪৫ মিনিটে চট্টগ্রামে সিএনজিতে আগুন এবং ৫টা ৪৮ মিনিটে বাংলাদেশ ব্যাংকের পাশে ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা।