নিউজ এশিয়া২৪ ডেস্ক: দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে ‘জেএন.১ ভাইরাস। বিষেজ্ঞরা জানিয়েছেন, জেএন.১ করোনার একটি নতুন সাবভ্যারিয়েন্ট। এই বিষয়ে উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
ইতমধ্যে ভারত, চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বহু দেশে এই ভাইরাস টি ছড়িয়ে পড়ছে। তবে এতে করোনার মত ঝুঁকি নেই বলে জানান স্বাস্থ্য সংস্থা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই সংক্রমণ রোধ কিছু পরামর্শ দিয়েছেন, কোভিড ও ফ্লু টীকা সম্পর্কে নিয়মিত আপডেট খবর রাখতে হবে, অসুস্থ হলে বাসায় থাকতে হবে এবং লক্ষণ দেখা দিলে পরীক্ষা করাতে হবে।
অন্যদিকে, জনবহুল এলাকাগুলোতে মাস্ক পরতে হবে, হাঁচি-কাশির সময় মুখ বন্ধ রাখতে হবে, যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে, নিয়মিত হাত পরিষ্কার করতে হবে।
আরও পড়ুন:
-
অ্যান্টিবায়োটিক প্রায় ৮০-৯০ শতাংশ ক্ষেত্রে অকার্যকর হয়ে গেছে
-
কিভাবে বাসন মাজলে মানসিক চাপ কমে!
-
শীতে সুস্থ থাকতে এই ৮ টি খাবার অব্যশই খাবেন! জেনে নিন বিস্তারিত..
-
খুলনায় তথ্য মিলবে ভারতের আমরি হাসপাতালের
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছেন, নতুন শনাক্ত করা জেএন.১ হলো ওমিক্রনেরই সাব-ভ্যারিয়েন্ট। এতে ভারতে কোভিড ১৯-এর একটি ঝুঁকি সৃষ্টি হতে পারে।
২৪ ঘণ্টার মধ্যে ইনফ্লুয়েঞ্জার মতো অসুস্থতায় আক্রান্ত সব রোগীকে পরীক্ষা করে দেখা গেছে তার মধ্যে শতকরা ৩০ ভাগই কোভিড পজিটিভ। আশপাশের অনেকের দেহে কোভিড পজিটিভ পাওয়া যাচ্ছে।
[button color=”green” size=”medium” link=”https://news.google.com/publications/CAAqBwgKMKTlpAwwtt2zBA?ceid=US:en&oc=3″ icon=”” target=”true”]Follow[/button]
+ There are no comments
Add yours