রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী-২ (পাংশা, কালুখালী, বালিয়াকান্দি) আসনের স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হকের ওপর হামলার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
এ অভিযোগে আবুল খায়ের (২৮) নামে নৌকা সমর্থিত এক কর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন।
আটক আবুল খায়ের কালুখালী উপজেলার পুর্বফুল কান্নাইর পশ্চিম পাড়ার মালু মণ্ডলের ছেলে।
রাতে স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকী হক বলেন, শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারে আমার গাড়ির ওপর হামলার চেষ্টা করে। তারা হলেন, ইউসুফ হোসেনের ছেলে সোহেল ও আবুল খায়ের। এর সাথে নৌকার প্রার্থী মো. জিল্লুল হাকিমের ১০-১২জন কর্মী ছিলেন।
এসময় স্থানীয় জনতা ও পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়। বিষয়টি আমি লিখিত ও মৌখিক ভাবে থানায় জানাই। পরে সন্ধ্যায় আবুল খায়েরকে আটক করে পুলিশ।
আরও পড়ুন:
-
হিরো আলমের ওপর হামলা
-
নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান করলেন স্বতন্ত্র প্রার্থী হক
-
আদালতে ক্ষমা চাইলেন নৌকার প্রার্থী বাদশা
-
গাজীপুরে অবৈধ টাকা ছিটিয়ে কোন লাভ হবে না
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হকের ওপর
হামলার চেষ্টার অভিযোগে আবুল খায়ের নামে এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
+ There are no comments
Add yours