শিরোনাম
The-price-of-LP-gas-has-increased-again-from-today-newsasia24

আজ থেকে ফের বাড়ল এলপি গ্যাসের দাম

নিজস্ব প্রতিবেদক: ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম বেড়েছে ফের। এবার ১২ কেজি সিলিন্ডারের দাম ৪১ টাকা বাড়িয়ে এক হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ রবিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকেই নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছেন বিইআরসি। বিকেল ৩টায় নতুন দর ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বিইআরসির ঘোষণায় বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে মূসকসহ প্রতি কেজির মূল্য ১২২ টাকা ৮৬ পয়সায় সমন্বয় করা হয়েছে। এ ছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির মূসকসহ কেজি প্রতি মূল্য ১১৯ টাকা ৪ পয়সা সমন্বয় করা হয়েছে।

আরও পড়ুন:

এদিকে মূসকসহ অটোগ্যাসের প্রতি লিটারের মূল্য টাকা ৬৭ টাকা ৬৮ পয়সায় সমন্বয় করা হয়েছে। এর আগে জানুয়ারি মাসে এলপি গ্যাসের দাম এক হাজার ৪০৪ টাকা থেকে বাড়িয়ে এক হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

google-news-channel-newsasia24

Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *