টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে গরুভর্তি পিকআপের চাপায় হাফেজ রায়হান মিয়া (১৯) নামে এক দাখিল পরীক্ষার্থী নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পোষ্টকামুরী চরপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রায়হান মিয়া উপজেলার ভাওড়া ইউনিয়নের ভাওড়া নায়াপাড়া গ্রামের স্কুল শিক্ষক হাবিবুর রহমানের ছেলে। তিনি এবছর মির্জাপুর আফাজ উদ্দিন দারুল উলুম দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিচ্ছিলেন।
পুলিশ জানায়, রায়হান মিয়া সকালে তার বাবা হাবিবুর রহমানের সাথে মোটরসাইকেলযোগে পরীক্ষা দিতে আসছিলেন এবং তার বাবা বাশতৈল কেন্দ্রে এসএসসি পরীক্ষার ডিউটি ছিল।
আরও পড়ুন:
-
আজ আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস
-
কুড়িগ্রামে গলায় ফাঁস দিলেন ঋণগ্রস্ত প্রধান শিক্ষক!
-
আওয়ামী লীগ কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
পথিমধ্যে মহাসড়কের ওই স্থানে পৌঁছালে সিএনজিচালিত অটোরিকশা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে রায়হান ও তার বাবা মোটরসাইকেল থেকে পড়ে যায়। এসময় একটি গরুভর্তি পিকআপ রায়হানকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনায় রায়হানের বাবা আহত হন।
মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
[button color=”green” size=”medium” link=”https://news.google.com/publications/CAAqBwgKMKTlpAwwtt2zBA?ceid=US:en&oc=3″ icon=”” target=”true”]Follow[/button]
+ There are no comments
Add yours