নাজমুল হাসান, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা উপজেলায় ফ্রিল্যান্সিং কমিউনিটির উদ্যোগে ইফতার মাহফিল-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৬) এপ্রিল ২৬ রমজান খোকসা সরকারি কলেজ অডিটোরিয়াম হল রুমে ফ্রিল্যান্সিং সদস্যদের নিয়ে এ ইফতার মাহফিল-২০২৪ আয়োজন করা হয়।
এসময় স্বাগতম বক্তব্য দেন, মাহবুব আলম মিশন সিইও ও চেয়ারম্যান পল্লী গ্রুপ, রাশেদুল ইসলাম রাসেদ চেয়ারম্যান NITSOOF, মাজেদুল ইসলাম মাজেদ, মাহবুবুল আলম অভি, সায়েম হোসেন সুজন প্রমূখ।
অনুষ্ঠানটির আয়োজনে ছিলেন, Polli Network, KHOKSA FREELANCERS COMMUNITY, NITSOOF।