শিরোনাম

থানচিতে সন্ত্রাসীদের ব্যাপক গোলাগুলি, এলাকায় চরম আতঙ্ক

বান্দরবান প্রতিনিধি: থানচি বাজার ও স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় যৌথ বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের ব্যাপক গোলাগুলি চলছে।

আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে গোলাগুলির ঘটনা শুরু হয়।

যা এখনো চলছে বলে জানা গেছে। এ অবস্থায় ওই এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে।

স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৮টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসীর সঙ্গে পুলিশ-বিজিবির গোলাগুলি শুরু হয়। তারা এখনো হতাহতের কোনো খবর জানেন না। এলাকার স্থানীয়রা ভয়ে বাড়িতে অবস্থান করছেন। পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

আরও পড়ুন: 

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন বলেন, থানচি বাজার এলাকায় গোলাগুলি চলছে। বাজারে পুলিশ-বিজিবির সঙ্গে কাদের গোলাগুলি চলছে সেটা নিশ্চিত করা যায়নি। বাজারের পাশে অন্য আরেকটি জায়গায়, মোট দুটি জায়গায় গোলাগুলি চলছে।

গোলাগুলির বিষয়ে তাৎক্ষণিক পুলিশ বা বিজিবির বক্তব্যও পাওয়া যায়নি।

google-news-channel-newsasia24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *