ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপার সাধুখালী গ্রামে বিদ্যুৎ লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল খালেক (২৫) নামের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে।
আজ রবিবার (২৩ জুন) দুপুর ১২টার দিকে শৈলকুপার উপজেলার সাধুখালী গ্রামে দুর্ঘটনাটি ঘটে। মৃত আবুল খালেক কুষ্টিয়া জেলার বাসিন্দা । তিনি ঝিনাইদহ পল্লী বিদ্যুত অফিসে লাইন ম্যান হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানায়, আব্দুল খালেক তার সহকর্মীদের নিয়ে ওই গ্রামে বিদ্যুৎ লাইনের কাজ করছিলেন। এ সময় বিদ্যুৎ আহিত হয়ে গুরুতর আহত হন তিনি। পরে তার সহকর্মীরা উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
ঝিনাইদহ পল্লী বিদ্যুতের জিএম ওমর আলী এ তথ্য নিশ্চিত করেন জানান, আহত যুবককে শৈলকুপা হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়েছে। ঘটনাটি মর্মান্তিক।