মাটিরাঙ্গার (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলা পরিষদে মাটিরাঙ্গার প্রথম বাঙ্গালী নারী সদস্য এডভোকেট মনজিলা সুলতানা। তিনি মাটিরাঙ্গা ৯নং পৌর ওয়ার্ড মুসলিমপাড়া এলাকার আব্দুল মতিনের মেয়ে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) এক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগম।
প্রজ্ঞাপনে বলা হয়, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৭ এর ১৬ক। (৪) উপধারা এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৪ এর ২(২) উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার ১৫ সদস্য বিশিষ্ট খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করা হয়েছে। এতে খাগড়াছড়ি জেলা পরিষদে প্রথমবারের মত নারী চেয়ারম্যান হয়েছেন জিরুনা ত্রিপুরা।
পুনর্গঠিত ১৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন- খাগড়াছড়ি জেলা সদরের, বঙ্গমিত্র চাকমা, অনিময় চাকমা, নিটোল মনি চাকমা, মাহবুবুল আলম, শেফালিকা ত্রিপুরা, নিটোল মনি চাকমা, ধনেশ্বর ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলার প্রশান্ত কুমার ত্রিপুরা, মো: শহিদুল ইসলাম (সুমন), জয়া ত্রিপুরা, মহালছড়ি উপজেলার কংজপু মারমা, মানিকছড়ি উপজেলার কুমার সুইচিংপ্রু সাইন, সাথোয়াই প্রু চৌধুরী, পানছড়ি উপজেলা থেকে প্রফেসর আবদুল লতিফ।
পাঁচ মেয়ের মধ্যে বাবা মায়ের তৃতীয় সন্তান এডভোকেট মনজিলা সুলতানা মাটিরাঙা পাইলট হাই স্কুল থেকে ২০০৮ সালে এসএসসি এবং খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে ২০১০ সালে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে ঢাকার স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে এলএলবি এবং এলএলএম ডিগ্রী অর্জন করেন।
২০১৮ সালে ঢাকা জজ কোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়ে ২০২৩ সালে খাগড়াছড়ির মাটিরাঙা থেকে প্রথম নারী হিসেবে হাইকোর্টে আইনজীবী হওয়ার গৌরব অর্জন করেন।
আরও পড়ুুন:
-
ভাবির সাথে দেবরের অবৈধ সম্পর্ক; দেখে ফেলায় ভাইকে খুন!
-
জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি; শমী কায়সার গ্রেপ্তার
-
মোটর সাইকেলের ব্যাটারি ভালো রাখার টিপস
২০২০ সালে তিনি ফেসবুক-ভিত্তিক বিনামূল্যে প্রাথমিক আইনি সহায়তা প্রদানকারী গ্রুপ ‘Know Your Rights – অধিকার জানো’ প্রতিষ্ঠা করেন এবং এর মাধ্যমে জনসাধারণকে আইনি পরামর্শ প্রদান করছেন।
শিক্ষাজীবনে তিনি শিক্ষাক্ষেত্রে ভ্যাট বিরোধী আন্দোলন ও নিরাপদ সড়ক চাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন।
গেল জুলাই মাসে ফ্যাসিস্টি হাসিনা সরকার বিরোধি আন্দোলনে আহত ও শহীদ ছাত্রদের পরিবারকে আইনগত সহযোগিতা প্রদান করেন।
ভবিষ্যতে পার্বত্য চট্টগ্রামের অবহেলিত মানুষের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করে মনজিলা বলেন,পাহাড়ে চলমান প্রেক্ষাপটে বিরাজমান পরিস্থিতি ও বৈষম্য কমানো এবং জীবনমান উন্নয়নে কাজ করবেন বলে জানান তিনি।
+ There are no comments
Add yours