শিরোনাম
bnp-somsbesh.jpg October 28, 2023 42 KB 600 by 300 pixels

রবিবার সকাল-সন্ধ্যা হরতাল

নিউজ এশিয়া২৪ ডেস্ক:  আগামীকাল রবিবার (২৯ অক্টোবর) সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। নয়াপল্টনে সমাবেশে পুলিশের সাথে সংঘর্ষের পর এ সিদ্ধান্ত নিয়েছে দলটি।

বিএনপি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশ পণ্ড হওয়ার পর দলীয় কার্যালয়ের নিচে হ্যান্ড মাইকে হরতালের ঘোষণা দেন।

bnp-somsbesh.jpg October 28, 2023 42 KB 600 by 300 pixels

তিনি বলেন, বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল ছুড়েছে । এর প্রতিবাদে রোববার সারাদেশে সকাল সন্ধ্যা হরতাল পালন করবে বিএনপি।

১২ দলের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা জানান, আমরাও আগামীকাল সারা দেশে হরতাল পালন করব।

আরও পড়ুন:

এছাড়া বিএনপির আন্দোলনের সঙ্গী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকও হরতালের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন।

দুপুরে বিএনপির সমাবেশ শুরু হওয়ার কিছুক্ষণ পর ধাওয়া দেয় পুলিশ। বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়ে পুলিশ। এর ফলে স্টেজ থেকে বিএনপির নেতাকর্মীরা নেমে যান।

কয়েক সপ্তাহ আগে আজ ঢাকায় মহাসমাবেশ কর্মসূচির ডাক দিয়েছিল বিএনপি। এ নিয়ে গত এক সপ্তাহ ধরে রাজনৈতিক অঙ্গন বেশ উত্তপ্ত ছিল।

বিএনপির মহাসমাবেশের বিপরীতে আওয়ামী লীগ রাজধানীতে শান্তি সমাবেশের ডাক দিয়েছে। বায়তুল মোকাররম দক্ষিণ গেটে সেই সমাবেশ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *