শিরোনাম
tunel-newsasia24

দক্ষিণ এশিয়ায় সর্বপ্রথম টানেল দেশ বাংলাদেশ

নিউজ এশিয়া২৪ ডেস্ক: কর্ণফুলীর তলদেশে টানেল উদ্বোধন করা হবে আজ। ফলে দক্ষিণ এশিয়ায় সর্বপ্রথম টানেল দেশ হিসেবে বাংলাদেশ নাম লেখাবে।

আজ শনিবার (২৮ অক্টেবর) ৩ দশমিক ৩২ কিলোমিটার দীর্ঘ এই ট্যানেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

                                                            এর নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু টানেল।

tunnel-newsasia24

এ উপলক্ষে চট্টগ্রাম উৎসব নগরীতে পরিণত হয়েছে। আনোয়ারা উপজেলায় আয়োজন করা হয়েছে নানা কর্মসূচী। টানেলের এক প্রান্ত পতেঙ্গা এবং অপর প্র্রান্ত আনোয়ারাকে মনোরমভাবে সাজানো হয়েছে ।

পতেঙ্গা থেকে আনোয়ারয় যেতে সময় লাগবে মাত্র ৩ মিনিট। তবে, এর মধ্য দিয়ে রিকশা, সাইকেল, মোটরসাইকেলসহ কোনো টু হুইলার, থ্রি-হুইলার যানবাহন চলাচল করতে পারবে না।

tunnel-newsasia24 2

এই টানেলের মাধ্যমে আন্তর্জাতিক সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে বাংলাদেশ । টানেলটির অ্যাপ্রোচ সড়ক প্রায় সাড়ে ৫ কিলোমিটার।

টানেলের সুরক্ষায় পুলিশের পাশাপাশি অনান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও থাকবে। এখানে শতাধিক আধুনিক ক্যামেরা স্থাপন করা হয়েছে। যে কোন ধরনের দুর্ঘটনায় ৫ মিনিটের মধ্যে উদ্ধারকার্য চালানো যাবে।

আরও পড়ুন: 

এখানে স্থানীয় পুলিশের পাশাপাশি কোস্টগার্ডসহ থাকবে টুরিস্ট পুলিশ। গাড়ির গতিবেগ থাকবে ঘণ্টায় ৬০ কিলোমিটার।

এই প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে ২০১৬ সালে। পরবর্তিতে ২০১৯ সালে ২৪ ফেব্রুয়ারি এর নির্মাণ কাজ শুরু হয়। এটি নির্মাণে মোট ব্যায় হয়েছে, সাড়ে ১০ হাজার কোাটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *