শ্রীমঙ্গলে টায়ার জ্বালিয়ে অবরোধ

নিউজ এশিয়া২৪ ডেস্ক: শ্রীমঙ্গলে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করলেন বিএনপির নেতাকর্মীরা।

সারা দেশে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার টানা অবরোধের প্রথম দিনে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেছে বিএনপির নেতাকর্মীরা।

srimongol taiar agunপুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঘটনাস্থল ত্যাগ করে তারা।

রবিবার(৫ নভেম্বর) সকাল ৭ টার দিকে শ্রীমঙ্গলের হবিগঞ্জ রোডস্থ ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে মাঝখানে টায়ারে আগুন জ্বালিয়ে দেয় বিএনপি নেতাকর্মীরা। তবে শহরে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘সকালে হবিগঞ্জ রোডস্থ ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে বিশৃঙ্খলাকারী টায়ার পুড়িয়ে ফেলে অবরোধ করার চেষ্টা করে।

আরও পড়ুন:

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে কাউকে পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যানমাল রক্ষার স্বার্থে সকল জায়গায় রয়েছে পুলিশ।

তিনি আরও জানান, শ্রীমঙ্গলের আইনশৃঙ্খলা রক্ষায় ২৪ ঘণ্টা একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি মোতায়েন রয়েছে।

You May Also Like

+ There are no comments

Add yours