নিউজ এশিয়া২৪ ডেস্ক: নেদারল্যান্ডে চলছে রাজনৈতিক সুনামি। নেদারল্যান্ডে গির্ট ওয়াইল্ডার্স ও তার অঙ্গসংগঠন দলগুলো সবচেয়ে শক্তিশালী দল হিসেবে বিবেচিত হয়েছে।
বুধবার (২২ নভেম্বর) সংসদ নির্বাচনে জয়ী হন গির্ট ওয়াইল্ডার্স। যিনি ইউরোপের সবচেয়ে বিখ্যাত ডানপন্থী জনতাবাদী এবং ইসলামের বিরোধীদের একজন।
গির্ট ওয়াইল্ডার্স এর ১৫০টি আসনের মধ্যে ৩৫ টি আসন আশা করাটা ইইরোপরে সংবাদ মাধ্যম “এনজেডজেড” রাজনৈতিক সুনামি বলে মনে করেন।
গতকাল বুধবার উইল্ডার্স তার সমর্থকদের উদ্দেশে খুশিতে চিৎকার করে বলেন, “আমরা বিজয় লাভ করেছি”, ডাচম্যান আবার প্রথম আসবে।
অনান্য প্রার্থীরাও তালিকায় ছিলেন
কয়েক সপ্তাহ ধরে চলা এই নির্বাচনে অন্য তিন শীর্ষ প্রার্থীদের জনপ্রিয়দের তালিকায় রাখা হয়েছিল। এরা হলেন উদারপন্থী-রক্ষণশীল পিপলস পার্টি ফর ফ্রিডম অ্যান্ড ডেমোক্রেসি (ভিভিডি) থেকে দিলান ইয়েসিলগোজ, সোশ্যাল ডেমোক্র্যাট এবং গ্রিনসের যৌথ তালিকা সহ ফ্রান্স টিমারম্যানস এবং মধ্যপন্থী পিটার ওমজিট।
আরও পড়ুন:
-
বছর শেষে সোমালিয়ার এক চতুর্থাংশ ক্ষুধার্ত হওয়ার ঝুঁকি – জাতিসংঘ
-
গাজায় কুকুরে খাচ্ছে লাশ
-
২ মাস পর আবার কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া
নির্বাচনে, বামপন্থী টিমারম্যানের জোটের রয়েছে ২৬ টি আসন, ইয়েসিলগোজের ভিভিডির রয়েছে ২৩ টি আসন, এবং ওমটিজিটের দলের রয়েছে ২০ টি আসন।
নির্বাচনে জয়ী হওয়া গির্ট ওয়াইল্ডার্স তার প্রতিপক্ষ দলকে একসাথে কাজ করার আহ্বান করেন।
এছাড়াও ওয়াইল্ডার্সের মতে, ইসলামের বিরুদ্ধে লড়াই এবং মসজিদ বা মাদ্রাসা বন্ধ করা অগ্রাধিকার নয়। দেশে আশ্রয়প্রার্থীদের প্রবেশ বন্ধ করা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
+ There are no comments
Add yours