লিমা পারভীন: দাঁতের ব্যথার সমস্যার কোনো বয়স নেই। পাঁচ বছরের শিশু থেকে শুরু করে ৬০ বছরের বৃদ্ধেরও এ ব্যথা হতে পারে। হঠাৎ যদি দাঁতে ব্যথা শুরু হয়ে যায়, দিশেহারা হয়ে আমরা ওষুধের খোঁজ করি। কিন্তু কিছু উপায় জানা থাকলে কিছু সময়ের মধ্যে এ ব্যাথা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
চলুন জেনে নিই সেইসব জাদুকরি উপায়:
১. এক গ্লাস কুসুম গরম পানিতে ১ টেবিল চামচ লবণ মিশিয়ে মুখে নিয়ে ১ মিনিট রাখুন। এভাবে দিনে ৪ থেকে ৫ বার কুলি করলে করুন ব্যথাও কমে যায়।
২. দুটি লবঙ্গ থেঁতো করে কয়েক ফোঁটা অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে দাঁতে লাগান। অথবা দুটি লবঙ্গ থেঁতো করে ব্যথার স্থানে জিভ দিয়ে চেপে রাখুন।
৩. রসুন ঘরোয়া অ্যান্টিবায়োটিক। রসুন দাঁতে তৈরি হওয়া ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ও ব্যথা উপশমেও সহায়ক। রসুনের কয়েকটি কোয়া নিয়ে থেঁতলে সামান্য লবণ মিশিয়ে ব্যথার জায়গায় লাগান। রসুন চিবিয়েও খেতে পারেন। যন্ত্রণা কম না হওয়া পর্যন্ত প্রতিদিন লাগাতে হবে।
৪. এক টুকরা কাঁচা পেঁয়াজ চিবিয়ে দাঁতের ওপর চেপে রাখলে আরাম পাওয়া যাবে।
৫. পেয়ারা পাতা দাঁত ব্যথায় দারুণ উপকারী। দুটি পেয়ারা পাতা চিবিয়ে দাঁতে চেপে রাখুন। আরাম পাবেন।
আরও পড়ুুুুুুুুন:
-
শীতকালে সুস্থ থাকতে যে খাবারগুলি খাবেন
-
নারীদের সুস্থ থাকার ১১টি কৌশল
-
সবজি দিয়ে ‘ভেজিটেবল প্যানকেক’ তৈরির রেসিপি
-
জলপাইয়ের সুস্বাদু ঝুরি আচারের রেসিপি
৬. দূর্বা ঘাসের রস দাঁতের ব্যথা কমাতে পারে। এটা দাঁতের স্বাস্থ্য ভাল রাখতেও সহায়তা করে।
৭. অ্যালোভেরায় থাকে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান, যা দাঁতের জীবাণুকে নষ্ট করে দেয়। অ্যালোভেরা জেল নিয়ে ব্যথার জায়গায় লাগাতে পারেন।
Follow