নিজস্ব প্রতিনিধি: ডিজিটাল নিরাপত্তা আইনের চার মামলায় ‘শিশুবক্তা’ খ্যাত মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে খালাস দিয়েছেন আদালত।
আজ বুধবার (৬ নভেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম এ রায় দেন।
মামলাগুলো রাজধানীর মতিঝিল, তেজগাঁও, পল্টন ও গাজীপুরের গাছা থানায় হয়েছিল বলে জানান ওই আদালতের পাবলিক প্রসিকিউটর রফিকুল ইসলাম।
আরও পড়ুন:
-
বকুলতলায় গরুর খামারে রাখালের গলাকাটা মরদেহ
-
দেনমোহরের টাকা পরিশোধ না করে দ্বিতীয় বিয়ে; সাবেক স্ত্রীর হামলা
-
বিয়ে করাই খোকসার এই ইঞ্জিনিয়ারের নেশা
তিনি আরও জানান, বিভিন্ন সময়ে ওয়াজ মাহফিলে সরকারবিরোধী এবং ধর্মীয় অবমাননাকর বক্তব্য প্রদানের পরিপ্রেক্ষিতে এসব মামলা হয়েছিল। এ মামলায় যারা সাক্ষ্য দিয়েছেন তারা রফিকুল মাদানীর সম্পর্কে কিছু বলেননি৷ তাই আদালত সাক্ষ্যগ্রহণ পর্যায়েই তাকে খালাস দেন।
মামলায় ২০২১ সালের শেষের দিকে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০২২ সালে বিচার শুরুর দুই বছর পর তাকে খালাস দেওয়া হলো। এসব মামলায় আড়াই বছর কারাভোগের পর ২০২৩ সালের ৪ নভেম্বর তিনি কারামুক্ত হন।
+ There are no comments
Add yours