আবুধাবির সর্ব প্রথম মন্দির উদ্বোধন করবেন ভারতের মোদি

আন্তর্জাতিক ডেস্ক: আবু ধাবির সর্ব প্রথম মন্দির তৈরি করা হয়েছে। সেই মন্দিরের উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংযুক্ত আরব আমিরাত মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, প্রধানমন্ত্রী আবু ধাবি যাওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন।

আগামী ১৪ ফেব্রুয়ারি সরস্বতী পুজা। হিন্দু ধর্মের পবিত্র দিনটিকেই বেছে নেওয়া হয়েছে মন্দির উদ্বোধনের জন্য। সেদিন সকালে হবে মূর্তি প্রতিষ্ঠা। এর পর সন্ধ্যায় হবে একটি বিশেষ অনুষ্ঠান। সেখানে উপস্থিত থাকবেন মোদি।

India's-Modi-will-inaugurate-the-first-temple-in-Abu-Dhabi-newsasia24

এর আগে, আবু ধাবিতে মন্দিরটির ভিত্তিপ্রস্তর উন্মোচন করেছিলেন মোদি। এবার তিনিই সেই মন্দিরের উদ্বোধনও করবেন।

আরও পড়ুন: 

উল্লেখ্য, ২০২০ সালে শুরু হয় মন্দির নির্মাণের কাজ। মোট ৫৫ হাজার বর্গমিটার জমিতে তৈরি হয়েছে মন্দিরটি। এটিই সংযুক্ত আরব আমিরাতে নির্মিত প্রথম হিন্দু মন্দির। ১৮ ফেব্রুয়ারি থেকে মন্দিরটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে।

google-news-channel-newsasia24

You May Also Like

+ There are no comments

Add yours