শিরোনাম
Firecrackers-with-loud-noise-without-complying-with-the-law-Celebrate-New-Year-2024-by-blowing-lanterns-newsasia24

আইন না মেনে বিকট শব্দে পটকা-আতশবাজি; ফানুস উড়িয়ে নতুন বছর উদযাপন

নিজস্ব প্রতিবেদক: আইন না মেনে বিকট শব্দে পটকা-আতশবাজি ফোটানো আর ফানুস উড়িয়ে ইংরেজি নতুন বছর ২০২৪ উদযাপিত করা হয়েছে।

রাত ১২ টা বাজার সাথে সাথেই পটকা-আতশবাজি ও ফানুস উড়িয়ে থার্টি ফাস্ট নাইট পালন করেছে ঢাকাবাসী। এসব আয়োজনে পুলিশের কড়া নিষেধাজ্ঞা থাকা সত্বেও আইন ভেঙ্গে খ্রিষ্টীয় নতুন বছরকে উদযাপন করা হয়েছে।

রবিবার (৩১ ডিসেম্বর) দিনগত মধ্যরাতে (সময় অনুযায়ী ১ জানুয়ারি প্রথম প্রহরে) রাজধানীর প্রায় সব এলাকায় আতশবাজি ও ফানুস ওড়াতে দেখা গেছে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান ক্ষমতাবলে থার্টি ফার্স্ট নাইট উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের আতশবাজি, পটকা ফুটানো, ফানুস ওড়ানো এবং মশাল মিছিল নিষিদ্ধ ঘোষণা করেন।

আরও পড়ুন: 

ঢাকায় থার্টি ফার্স্ট নাইটে উন্মুক্ত স্থানে কোনো ধরনের আয়োজন করার সুযোগ ছিল না। কঠোর নিষেধাজ্ঞা ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছিল মানুষের বাসা-বাড়ির ছাদকেও। কিন্তু তাতে থামিয়ে রাখা যায়নি উদযাপন। আতশবাজি আর ফানুসে ভরপুর ঢাকার আকাশ। রাজধানীর পুরান ঢাকাসহ প্রায় অধিকাংশ ভবনের ছাদেই রয়েছে আতশবাজি আর ফানুস ওড়ানোর আয়োজন। অনেকে আবার ছাদে বারবিকিউ পার্টিসহ পারিবারিক নানা আয়োজন করেছেন।

google-news-channel-newsasia24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *