শিরোনাম
chottogram airpot atia samiya arrest newsasia24
অভিযুক্ত নারী (গোল চিহ্নিত) ও উদ্ধারকৃত স্বর্ণের বার। ছবিঃ নিউজ এশিয়া২৪।

বিদেশের জুয়েলারির চাকরি খুইয়ে এখন দেশের কারাগারে সামিয়া

 চট্টগ্রাম প্র্রতিনিধিঃ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক নারী বিমান যাত্রীর আসনের নিচ থেকে ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

প্রায় আড়াই কোটি টাকা মূল্যের এই স্বর্ণ উদ্ধারের ঘটনায় নারী যাত্রীকে আটকের পাশাপাশি জব্দ দেখানো হয়েছে বাংলাদেশ এয়ারলাইনসের বিমানটিকেও।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট থেকে এই স্বর্ণবার উদ্ধার করা হয়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটে (বিজি ১৮৪) অভিযান পরিচালনা করেন।

অভিযানে আতিয়া সামিয়া নামের এক নারী যাত্রীর আসনের নিচে কৌশলে লুকিয়ে রাখা ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ৩৩০ গ্রাম।

আরও পড়ুন: 

এই ঘটনায় ওই নারী যাত্রীকে আটক করার পাশাপাশি জব্দ দেখানো হয়েছে বিমানটিকেও।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বিল্লাল হোসেন বলেন, “সংযুক্ত আরব আমিরাতে ‘ওশেন গোল্ড অ্যান্ড ডায়মন্ড জুয়েলারি’ নামের একটি দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করেন এই নারী।

দেশেও তিনি অনলাইনে সোনা বিক্রি করেন। তার বাড়ি রাজশাহীর বোয়ালিয়া থানা এলাকায়। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ২ কোটি ৬০ লাখ টাকা।”

google-news-channel-newsasia24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *