শিরোনাম
gabon-new-president-newsasia24

গ্যাবনের প্রেসিডেন্টের শপথ নিলেন ক্ষমতা দখলকারী সেনাপ্রধান

নিউজ এশিয়া ২৪ ডেস্ক: অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ব্রাইস ওলিগুই এনগুয়েমা। তিনি আফ্রিকার দেশ গ্যাবনে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলে নেওয়া সেনাপ্রধান জেনারেল।

সোমবার শপথ গ্রহণের পর দেওয়া এক ভাষণে ‘অবাধ ও স্বচ্ছ’ নির্বাচনের পর বেসামরিক কর্তৃপক্ষের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

তবে তিনি কবে বেসামরিক কর্তৃপক্ষের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন তা জানাননি।

অভ্যুত্থানের মাধ্যমে সামরিক বাহিনী ক্ষমতা দখলে নেওয়ায় দেশটির হাজার হাজার বেসামরিক নাগরিক রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করেন। এছাড়া সেনাপ্রধান ব্রাইস ওলিগুই এনগুয়েমাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিলও করেন তারা।

আলী বঙ্গোর বাবা ওমর গ্যাবনের ক্ষমতায় ছিলেন প্রায় ৪১ বছর। ২০০৯ সালে মারা যান তিনি। তার মৃত্যুর পর দেশটির ক্ষমতায় আসেন আলী বঙ্গো।

আরও পড়ুন:ইরাকে সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত

সোমবার শপথগ্রহণ অনুষ্ঠানের আগে রাজধানী লিব্রেভিলের প্রেসিডেন্ট প্রাসাদে সামরিক কুচকাওয়াজও অনুষ্ঠিত হয়েছে। শপথ অনুষ্ঠানে দেশটির সদ্য ক্ষমতাচ্যুত সরকারের সাবেক মন্ত্রীরাও হাজির হয়েছিলেন।

সর্বশেষ গত বুধবার গ্যাবনের প্রেসিডেন্ট আলী বঙ্গোকে হটিয়ে দেশটির সেনাবাহিনী ক্ষমতা দখলে নিয়েছে।

সূত্র: বিবিসি, এএফপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *