শিরোনাম

আন্তর্জাতিক

হামাসের রকেট হামলার জবাবে ইসরায়েলে পাল্টা হামলা, নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে হামাসের রকেট হামলার জবাবে রাফায় পাল্টা হামলা চালানো হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে।

এর আগে ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, দক্ষিণাঞ্চলীয় গাজা উপত্যকার রাফা সীমান্তের কাছে হামাসের একটি সশস্ত্র শাখার রকেট হামলায় তাদের তিন সেনা নিহত হয়েছে। খবর আল জাজিরার।

হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেড জানিয়েছে, হামলাটি ক্রসিং এবং এর আশেপাশের এলাকায় ইসরায়েলি বাহিনীর একটি দলকে লক্ষ্য করে চালানো হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ গাজার রাফায় ১০টি প্রজেক্টাইল নিক্ষেপ করা হয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানান, আহত ১২ জন সেনার মধ্যে তিনজনের অবস্থা বেশ গুরুতর। হামাসের সশস্ত্র শাখাটি রকেট হামলার দাবি করার পর ইসরায়েলি কর্তৃপক্ষ ক্রসিং বন্ধ করে দেয়। ওই ক্রসিং দিয়ে গাজায় ত্রাণ সহায়তা সরবরাহ করা হচ্ছিল।

আরও পড়ুন:

মিশর সীমান্তের কাছে অবস্থিত রাফা শহরে ১০ লাখের বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন। এদিকে হামাসের হামলার পর রাফার একটি বাড়িতে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে বলে ফিলিস্তিনি চিকিৎকররা নিশ্চিত করেছেন।

পিটার লার্নার বলেন, দ্রুত গতিতে হামাসের হামলার জবাব দিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী।

তিনি বলেন, এটি আমাদের দৃষ্টিকোণ থেকে একটি অত্যন্ত গুরুতর ঘটনা। এটা অগ্রহণযোগ্য এবং এই ঘটনার তদন্ত চলছে। সেখানে ঠিক কী ঘটেছে তা খতিয়ে দেখবে বিমানবাহিনী। ওই এলাকায় অবস্থানরত ভারী যন্ত্রপাতি, ট্যাঙ্ক এবং বুলডোজার পাহারা দেওয়ার সময় সৈন্যদের ওপর হামলা চালানো হয়।

গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যরাতের ঠিক আগে রাফা শহরের আরেকটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় এক শিশুসহ নয়জন ফিলিস্তিনি নিহত হয়েছে। তারা বলছেন, রাফায় ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ১৯ জন প্রাণ হারিয়েছে।

google-news-channel-newsasia24

ইসরায়েলি সেনাদের ওপর হামলা, নিহত তিন

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস।

এ হামলায় তিন সৈন্য নিহত ও বেশ কয়েকজন সৈন্য আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।

হামলার দায় স্বীকার করে হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেড জানিয়েছে, কেরাম শালোম সীমান্ত ক্রসিং ও এর আশপাশের এলাকায় ইসরায়েলি বাহিনীর একটি দলকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছেন ।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে, তারা ১০টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে যা গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহ থেকে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ওই এলাকার দিকে নিক্ষেপ করা হয়েছিল।

হামলার প্রতিক্রিয়ায় হামাসের অন্যান্য সামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

ধেয়ে আসা রকেটগুলো ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী।

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে যে, আহত ১২ জন সেনার মধ্যে তিনজনের অবস্থা বেশ গুরুতর। হামাসের সশস্ত্র শাখাটি রকেট হামলার দাবি করার পর ইসরায়েলি কর্তৃপক্ষ ক্রসিং বন্ধ করে দেয়।

এদিকে ইসরায়েলি সেনাদের ওপর হামলার পর গাজায় মানবিক সহায়তার প্রবেশের প্রধান ক্রসিং পয়েন্ট বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এই ক্রসিং দিয়ে গাজায় ত্রাণ সহায়তা সরবরাহ করা হচ্ছিল।

অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রবেশের সাহায্যের জন্য ক্রসিংটি ছিল অন্যতম প্রধান পথ। গাজায় ভয়াবহ মানবিক সংকটের কারণে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপে পরে ইসরায়েলি কর্তৃপক্ষ ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ক্রসিংটি পুনরায় চালু করে।

আরও পড়ুুন:

google-news-channel-newsasia24

জম্মু-কাশ্মীরে বন্দুক হামলা, নিহত ১ আহত ৫

আন্তর্জাতিক ডেস্ক: জম্মু-কাশ্মিরে ভারতীয় বিমানবাহিনীর গাড়িবহরে সন্ত্রাসী হামলায় এক জওয়ান নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

শনিবার (৪ মে) বিকেল সোয় ৬টার দিকে জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় এ হামলার ঘটনা ঘটে। সেসময় সেনারা জরানওয়ালি থেকে বিমান বাহিনী স্টেশনের দিকে যাচ্ছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, শনিবার পুঞ্চের সুরনকোট শহরে জওয়ানদের বহরের দুটি গাড়ি লক্ষ্য করে ব্যাপক গুলি ছোড়েন সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা। পাল্টা গুলি চালান বিমানবাহিনীর সদস্যরাও।

বিমানবাহিনীর সূত্রে বলা হয়েছে যে, দুই পক্ষের গুলিবিনিময়ে মোট পাঁচজন আহত হলেও তাদের এক সেনা একজন নিহত হয়েছেন। আর আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বাকি তিনজনের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

হামলার পরপরই সেখানে বাড়তি সেনা মোতায়েন ও সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করে ভারতীয় নিরাপত্তা বাহিনী। স্থানীয় রাইফেলস ইউনিট পুরো এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করেছে। তবে এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি কোনো জঙ্গি সংগঠন।

এক এক্স বার্তায় ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার শাহসিতারের কাছে ভারতীয় বিমান বাহিনীর একটি গাড়িবহরে ‘সন্ত্রাসীরা’ হামলা চালায়।

আরও পড়ুন:

স্থানীয় সামরিক ইউনিটগুলো বর্তমানে ওই এলাকায় সাঁড়াশি অভিযান চালাচ্ছে। আর যে গাড়িবহরে তারা আক্রমন করেছিল তা বর্তমানে সুরক্ষিত আছে।

এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়, এ বছর ওই অঞ্চলে প্রথমবারের মতো এ ধরনের হামলার ঘটনা ঘটলো। গত বছর অঞ্চলটিতে ভারতীয় সেনাদের লক্ষ্য করে একাধিক ভয়াবহ হামলা হয়েছিল।

এদিকে, লোকসভা নির্বাচনের মধ্যেই এই হামলার ঘটনায় আবারও জম্মু-কাশ্মিরের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে।

google-news-channel-newsasia24

ইসরায়েলের সঙ্গে কলম্বিয়ার সম্পর্ক ছিন্নের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় হামলার কারণে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে বলে ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। স্থানীয় সময় বুধবার তিনি এ ঘোষণা দেন।

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জড়ো হওয়া মানুষের সামনে পেত্রো বলেন, তার দেশ বৃহস্পতিবার ইসরায়েলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে।

পেত্রো তার বক্তব্যে ইসরায়েলের রাষ্ট্রপ্রধানকে গণহত্যাকারী আখ্যা দিয়ে বলেন, আপনাদের সামনে প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ঘোষণা দিচ্ছেন যে, বৃহস্পতিবার আমরা ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্কগুলো ছিন্ন করবো।

তিনি বলেন, গাজার এমন পরিস্থিতিতে বিশ্বের কোনো দেশ নিষ্ক্রিয় থাকতে পারে না।

আরও পড়ুন:

এদিকে, কলম্বিয়ার প্রেসিডেন্টের এমন ঘোষণায় ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ অভিযোগ করে বলেছেন, পেত্রোর এই ঘোষণা ইহুদিবিদ্বেষী ও ঘৃণায় পরিপূর্ণ।

এর আগে, ২০২৩ সালের অক্টোবরে গাজায় হামলার পর ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দক্ষিণ আমেরিকার আরেক দেশ বলিভিয়া। সে সময় কলম্বিয়া, চিলি ও হন্ডুরাসসহ দক্ষিণ আমেরিকার আরও কয়েকটি দেশ ইসরায়েল থেকে তাদের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করে নিয়েছিল।

google-news-channel-newsasia24

ভারতের ১০০ স্কুলে বোমা হামলার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লির প্রায় ১০০টি স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। ইমেলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল এসব স্কুলগুলোয়। পুলিশ বলেছে, স্কুলগুলোয় তল্লাশি চালিয়ে তেমন কিছু পাওয়া যায়নি। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি ‘ধাপ্পাবাজি’ বলে অভিহিত করেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, দিল্লির চাণক্যপুরীর সংস্কৃতি স্কুল, ময়ূরবিহারের মাদার মেরি স্কুল, দ্বারকার দিল্লি পাবলিক স্কুলসহ নয়ডা এবং গাজিয়াবাদ মিলিয়ে কমপক্ষে ১০০টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়। এর মধ্যে মাদার মেরি স্কুলে পরীক্ষা চলছিল। হুমকি মেল আসার পর পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়।

এদিকে বিষয়টি জানতে পেরে অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় টেলিভিশনে প্রচারিত কিছু ভিডিওতে দেখা যায়, অভিভাবকরা সন্তানদের জন্য স্কুলের গেটের বাইরে দাঁড়িয়ে আছেন। এতে স্কুলগুলোর বাইরে ব্যাপক যানজট তৈরি হয়।

পুলিশ জানিয়েছে, তারা কুকুর এবং বোমা নিষ্ক্রিয় স্কোয়াড নিয়ে হুমকি পাওয়া সকল স্কুলে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালিয়েছে। ধারণা করা হচ্ছে, এটা ভুয়া হুমকি ছিল। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি পুলিশ। নিরাপত্তা সংস্থাগুলো প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছে।

দিল্লির শিক্ষামন্ত্রী আতিশি বলেন, সকালে কয়েকটি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। আমরা পুলিশ ও স্কুলগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। অভিভাবক এবং নাগরিকদের আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করব। স্কুল কর্তৃপক্ষ প্রয়োজনে অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করবে।

আরও পড়ুন: 

দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা বলেন, পুলিশ বোমা হামলার হুমকি দেওয়া ইমেলের উৎস খুঁজে বের করেছে, যা ভুয়া বলে মনে হচ্ছে।

জানা গেছে, যেসব স্কুলে ভুয়া ইমেল পাঠানো হয়েছে তা একক আইপি ঠিকানা ব্যবহার করে। ইমেলে একটি রাশিয়ান ডোমেইন ছিল, তবে হুমকিটি সেখান থেকে এসেছে কিনা তা নিশ্চিত নয়। অবশ্য অতীতেও দিল্লির স্কুলগুলোয় এমন হুমকি পাঠানো হয়েছিল। তবে শেষে সেগুলো ভুয়া বলে প্রমাণিত হয়।

google-news-channel-newsasia24

দক্ষিণ আফ্রিকায় খাদে পড়ে বাসে আগুন, নিহত ৪৫

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় যাত্রীবাহী একটি বাস সেতু থেকে খাদে পড়ে আগুন ধরে ৪৫ জন নিহত হয়েছেন।

ভয়াবহ এ দুর্ঘটনায় কেবল আট বছর বয়সী এক শিশু বেঁচে আছে। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার (২৯ মার্চ) এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার উত্তর-পূর্বাঞ্চলের লিম্পোপো রাজ্যে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন:

প্রতিবেদনে আরও বলা হয়, মামাতলাকালা এলাকার কাছে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেতুর নিরাপত্তা বেষ্টনীতে আঘাত হানেন। এতে বাসটি সেতু থেকে নিচে পড়ে আগুন ধরে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

google-news-channel-newsasia24

দক্ষিণ আফ্রিকায় অন্তঃসত্ত্বা স্ত্রীসহ বাংলাদেশি যুবককে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকার জোহানের্সবাগে এক বাংলাদেশি যুবক ও তার সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গুলি করে হত্যা করেছে স্থানীয় সন্ত্রাসীরা। রবিবার (৩ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. মহিন ভূঞা (৩২) ও তার স্ত্রী রুনা আক্তার (২২)। তারা নোয়াখালীর সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর মানিকপুর গ্রামের বাসিন্দা।

মহিন ওই গ্রামের মো. হোসেন ভূঞার ছেলে। রুনা একই উপজেলার কেশারপাড় ইউনিয়নেরে মো. লিটনের মেয়ে। স্থানীয় ইউপি সদস্য আব্দুর জব্বার এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রবিবার সন্ধ্যার দিকে মহিন ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে গুলি করে সন্ত্রাসীরা। দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। সেসময় তাদের সঙ্গে থাকা দুই শিশু সন্তান ভাগ্যক্রমে বেঁচে যায়।

আরও পড়ুন:

নিহতের ছোট ভাই মো. মফিজ ভূঞা বলেন, জীবিকার সন্ধানে বড় ভাই মহিন ২০০৮ সালে প্রথম দক্ষিণ আফ্রিকা যায়। ছয় বছর আগে তার স্ত্রীকে নিয়ে যায়। ভাবি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সন্ত্রাসীরা ভাবিসহ বড় ভাইকে গুলি করে হত্যা করেছে।

সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিসান বিন মাজেদ বলেন, প্রবাসে যারা মারা যান, তাদের লাশ দেশে আনা এবং দাফন করার জন্য একটি ওয়েজবোর্ড আছে। আমরা সেই ওয়েজবোর্ডের মাধ্যমে তাদের লাশ আনা এবং দাফনের ব্যবস্থা করব।

google-news-channel-newsasia24

Follow

মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় তিন বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। রবিবার (৩ মার্চ) রাতে সেলাঙ্গর রাজ্যের কাজাং কেটিএম পুনচাক উতামা জেড হিল ট্র্যাকে এ দুর্ঘটনা ঘটে।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে, ‘রাত সোয়া ১২টার দিকে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্থান্তর করা হয়েছে।’

সেলাঙ্গর রাজ্যের জেপিবিএম পরিচালক ওয়ান মো. রাজালি ওয়ান ইসমাইল জানান, রাত ১০টা ৫৩ মিনিটে দুর্ঘটনার খবর পান তারা। এরপর কাজাং স্টেশন থেকে পাঁচজনের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়।

আরও পড়ুন:

তিনি বলেন, নিহতদের মরদেহ রেললাইনের পাশে পড়েছিল। তাদের বয়স ৩০ থেকে ৪০ বছর। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত বাংলাদেশিদের পরিচয় পাওয়া যায়নি।

google-news-channel-newsasia24

Follow

যুক্তরাষ্ট্রে বাংলাদেশিকে ধরিয়ে দিতে ২০ হাজার ডলার পুরস্কারের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ঘোষণা দিয়েছেন, অপহরণ চক্রের সদস্য এক বাংলাদেশিকে ধরিয়ে দিলে ২০ হাজার মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে।

অভিযুক্ত ওই বাংলাদেশির নাম রুহেল চৌধুরী। তার বিরুদ্ধে নিউইয়র্কে দুজনকে অপহরণ, নির্যাতন, যৌন নিপীড়ন এবং মুক্তিপণের জন্য হুমকি দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এছাড়া সংবাদমাধ্যম নিউইয়র্ক ডেইলি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর কুইন্সের রাস্তা থেকে দু’জনকে অপহরণের ঘটনায় জড়িত সাতজন সন্দেহভাজনের মধ্যে ৩৪ বছর বয়সী রুহেল চৌধুরী হচ্ছে শেষ ব্যক্তি।

এফবিআইয়ের তথ্য অনুসারে, ৩৪ বছর বয়সী আবু চৌধুরী এবং তার স্ত্রী ২৪ বছর বয়সী ইফফাত লুবনাসহ আরও ছয়জন ষড়যন্ত্রকারীকে গত বছর এবং চলতি বছরের জানুয়ারিতে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন>>পাকিস্তানে ১৩ বছরে বিয়ে করলো এক কিশোর!

ফেডারেল প্রসিকিউটরদের অভিযোগ, গত বছরের ২৭ মার্চ জ্যামাইকার হিলসাইড এভিনিউয়ের কাছে ১৮১তম সেন্ট থেকে অপহরণকারীরা প্রথম এক ব্যক্তিকে তুলে নেয়।

রুহেল চৌধুরী ব্যবহৃত গাড়ির ব্যবসা করেন এবং তার সরবরাহ করা একটি হোন্ডা এসইউভিতে জোর করে ভুক্তভোগীকে তুলে নেন আবু চৌধুরী।

পরে আবু চৌধুরী ভুক্তভোগীকে গাড়ির মধ্যে মারধর করেন এবং রুহেল চৌধুরী এসময় নিজেই ওই গাড়িটি চালাচ্ছিলেন বলেও জানিয়েছেন প্রসিকিউটররা।

আরও পড়ুন>>বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকা কে একযুগ ধরে ধর্ষণ

প্রসিকিউটররা বলছেন, সন্দেহভাজন সৈয়দ রুবেল আহমেদ, শাহেদ আলম, আনজু খান এবং সুলতানা রাজিয়াকে সঙ্গে নিয়ে রুহেল চৌধুরী সারারাত ভিকটিমকে মারধর করার পাশাপাশি হুমকিও দেন।

এফবিআই জানায়, অভিযুক্ত লুবনা গত বছরের ১১ মে কুইন্সের উডসাইডে একটি রেস্তোরাঁয় দ্বিতীয় এক ভুক্তভোগীকে ডেকে আনে। ফেডারেল তদন্তকারীরা বলছেন, সেখানে লুবনার স্বামী লোকটিকে অতর্কিত আক্রমণ করে এবং তাকে একটি মিনিভ্যানে জোর করে নিয়ে যায়।

এই গাড়িটিও রুহেল চৌধুরী সরবরাহ করেছিলেন এবং তিনি নিজেই সেটি চালাচ্ছিলেন। পরে রুহেল চৌধুরী ভিকটিমকে একটি হোটেলে নিয়ে গেলে তার সহযোগীরা ভিকটিমকে মারধর করে।

আরও পড়ুন>>বারাক ওবামার মেয়ে এখন হলিউডে

এছাড়া হোটেলে আবু চৌধুরী ওই ব্যক্তিকে যৌন হয়রানি করেছিলেন বলেও দাবি করেছেন প্রসিকিউটররা।

অপহরণের এক পর্যায়ে আবু চৌধুরী ভিকটিমের বাবাকে ফোন করে ২০ হাজার মার্কিন ডলার মুক্তিপণ দাবি করে।

তদন্তকারীর অভিযোগ, ফোন কলের সময় আবু চৌধুরী টেলিফোনের মাধ্যমে তার চিৎকার যেন শোনা যায়, তা নিশ্চিত করতে ভিকটিমকে প্রচণ্ড মারধর করেন।

সংবাদমাধ্যমটি বলছে, গত বছরের জুলাই মাসে অপহরণের অভিযোগে অভিযুক্ত হন আবু চৌধুরী ও ইফফাত লুবনা।

আরও পড়ুন>>ভিক্ষা করে জমি কিনে দোতালা বাড়ি, মোটা অঙ্কের টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট!

আর এফবিআইয়ের নোটিশে রুহেল চৌধুরীকে বাংলাদেশের বাসিন্দা বলে উল্লেখ করে কুইন্সের হলিস, কুইন্স ভিলেজ এবং জ্যামাইকা এলাকায় তার যাতায়াত রয়েছে বলে জানানো হয়। তার উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি, ওজন ১৫০ পাউন্ড এবং চোখের রঙ বাদামী বলেও জানানো হয়েছে।

কেউ তাকে দেখতে পেলে সঙ্গে সঙ্গে তাদের স্থানীয় এফবিআই অফিসে যোগাযোগ করতেও বলা হয়েছে।

google-news-channel-newsasia24

Follow

পাকিস্তানে ১৩ বছরে বিয়ে করলো এক কিশোর!

আন্তর্জাতিক ডেস্ক: ১৩ বছর বয়সে বিয়ে করে ভাইরাল হয়েছে পাকিস্তানের এক কিশোর। ছেলেটি তার পরিবারকে বিয়ের জন্য খুব চাপ দিয়েছিল। সেই কারণে বাধ্য হয়ে তার মা-বাবা তাকে বাগদান করিয়েছেন।

বিয়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। এই নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, ভিডিওটির ছেলেটির বয়স ১৩ বছর, সে সপ্তম শ্রেণির ছাত্র। আর মেয়েটির বয়স ১২ বছর, সে ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

তারা পাকিস্তানের সিন্ধু প্রদেশের বাসিন্দা। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। ওই কিশোর হঠাৎ তার পরিবারের কাছে দাবি করে, বিয়ে না দিলে সে আর স্কুলে যাবে না। আর এমন দাবির মুখে দুই পরিবারের সম্মতিতে তাদের বাগদান সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন>>বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকা কে একযুগ ধরে ধর্ষণ

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পরিবারের লোকেদের উপস্থিতিতেই বাগদান সেরেছে দু’জনে। বর-কনের বাবা-মায়েরাও তাদের ছেলে-মেয়ের আংটি বদল হতে দেখে বেশ খুশি।

এই বিয়ে নিয়ে নেটিজনদের অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। এমন ভিডিও বাল্যবিবাহে প্ররোচিত করবে বলে মত তাদের।

পরিবারের লোকজন জানান, ছেলেটি মেয়েটিকে বেশকিছু দিন ধরেই পছন্দ করতো। সে বাবাকে বলে, তার বিয়ে না দিলে সে আর স্কুলে যাবে না। ছেলের আবদার ফেলতে পারেননি বাবা। ধুমধাম করে বাগদানের অনুষ্ঠানের আয়োজন করেন তিনি।

আরও পড়ুন>>বারাক ওবামার মেয়ে এখন হলিউডে

নেটিজনদের সমালোচনার জবাবে ওই কিশোর-কিশোরী সাংবাদিকদের জানান, লোকেরা তাদের বিয়ে নিয়ে কী বলছে, তা নিয়ে তারা ভাবতে নারাজ। বাগদানের পরও তারা নিয়ম করে স্কুলে যাবে। দু’জনের জন্যই পড়াশোনা শেষ করা সবচেয়ে বেশি জরুরি বলে জানায় তারা।

google-news-channel-newsasia24

Follow