নিউজ এশিয়া২৪ডেস্ক: সুনামগঞ্জে বাসচাপায় ২ জন নিহত হয়েছে এবং ৪ জন আহত হয়েছে। নিহতের মধ্যে একজন ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীও রয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে শান্তিগঞ্জের পাথারিয়া বাজার এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঘাতক বাসটি একটি যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়।
নিহত তাওসিয়া(১৩) পাথারিয়া সুরমা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী। সে শরিফপুর গ্রামের সবুজ মিয়ার মেয়ে।
অপরজন নিহত হলেন পশ্চিম পাগলা ইউনিয়নের হোসেনপুর গ্রামের ইমরান হোসেন (৪২)।
এ ঘটনায় আরও ৪ জন আহত হন।
জানা গেছে, যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশা একে অপরকে সাইড দিতে গিয়ে বাসের গতি হারিয়ে যায়। ফলে নিয়ন্ত্রণ না করতে পেরে সরাসরি সিএনজিকে চাপা দেয় বাসটি।
আরও পড়ুন:
-
ট্রেনের ২১টি বগিই লাইনচ্যুত, নিহত ৪, আহত শতাধিক
-
নড়াইলে ভাড়া বাসা থেকে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
-
মুখোমুখি দুই ট্রাকের সংঘর্ষ: নিহত ১
এতে সিএনজি অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী মারা যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে মরদেহ ও আহতদের উদ্ধারকরে সদর হাসপাতালে প্রেরণ করেন।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী বলেন, ঘাতক বাসটি আটক করা হয়েছে।
চালক ও তার সহকারী পালিয়েছে। তাদের আটক করার চেষ্টা চলছে।