নিউজ এশিয়া২৪ ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. হাবিবুর রহমান বলেছেন, কিছু সুবিধাভোগী লোকের জন্য বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে। নিত্যপ্রয়োজনীয় কোনো পণ্যের বাজারে সংকট নেই। কিন্তু সমন্বয়ের অভাবের কারনে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে।
আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) ডিএমপি সদরদপ্তরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, বাজারে জিনিসপত্রের সংকট নেই অথচ দ্রব্যের দাম বৃদ্ধি পাচ্ছে। ব্যবসায়ীরা আড়ত থেকে মালামাল কিনলে তাদের রশিদ দেওয়া হয় না। আবার ওই ব্যবসায়ীদের কাছ থেকে খুচরা ব্যবসায়ীরা মালামাল কিনলে তাদেরও রশিদ দেওয়া হয় না।
আরও পড়ুন:
-
২২ দিনের জন্য ইলিশ ধরা বন্ধ
-
তৃতীয়বারের মতো ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মিরাজ
-
ডাম্প ট্রাক কিনবে ডিএসসিসিসবশেষে ক্রেতারা মালামাল কিনতে গেলে তাদেরও স্লিপ দেয় না। এই স্লিপ না দেওয়ার কারণে কিছু সুবিধাভোগী মানুষরা এখানে ভোগ্যপণ্যের দাম বৃদ্ধি করে। তাই ব্যবসায়ীদের যেমন রশিদ নেওয়া উচিত, তাদেরও আবার সে ভাবে রশিদ দেওয়া উচিত।
তিনি বলেন, এখন সড়ক যোগাযোগ অনেক ভালো হওযার কারণে প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকেও নিত্য প্রয়োজনীয় পণ্য ঢাকায় চলে আসে। সে ক্ষেত্রে জিনিসপত্রের দাম কম হাওয়ার কথা।
সবজি উৎপাদনে সারাবিশ্বে বাংলাদেশ তৃতীয়। আমাদের এমন থাকার কথা নয়।
চাঁদাবাজির প্রসঙ্গে তথ্য পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
+ There are no comments
Add yours