নিউজ এশিয়া২৪ ডেস্ক: পবিত্র আল-আকসা জেরুজালেমের অন্যতম একটি মসজিদ। এই মসজিদে প্রবেশে বাধা দেয়া হচ্ছে। এই মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরায়েল।
মঙ্গলবার (২৪ অক্টোবর) ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফ ‘র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলি পুলিশ হঠাৎ করে মসজিদে যাওয়ার সব গেট বন্ধ করে দিয়েছে।
মুসল্লিদের সেখানে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। সকাল থেকেই এই ধরনের কাজ করছে তারা। তবে জানা গেছে, শুধুমাত্র বয়স্কদের মসজিদে ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল।
আরও পড়ুন:
-
বেলজিয়ামে জঙ্গি হামলায় দুই সুইডিশ নাগরিক নিহত
-
মালয়েশিয়ায় পাম বাগান থেকে ৫৫ বাংলাদেশী গ্রেফতার
-
গাজায় তিন হাজার ৬০০ টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত
ইসলামিক ওয়াকফ বিভাগ এই মসজিদের দেখাশোনা করেন।
ওয়াকফ বিভাগ জানিয়েছে, মুসল্লিদের বাধা দিয়ে ইহুদিদের আল-আকসা চত্বরে প্রবেশ করতে দেয়া হচ্ছে । সেখানে তাদের প্রার্থনার সুযোগ করে দিয়েছে ইসরায়েলি পুলিশ।
+ There are no comments
Add yours