[t4b-ticker]
শিরোনাম
malasia-bangladeshi-arrest-newsasia24

মালয়েশিয়ায় পাম বাগান থেকে ৫৫ বাংলাদেশী গ্রেফতার

নিউজ এশিয়া২৪ ডেস্ক: মালয়েশিয়ার একটি পাম বাগান থেকে ৫৫ বাংলাদেশী গ্রেফতার করেছে অভিবাসন পুলিশ। এছাড়াও বিভিন্ন দেশের আরও ১৪০ জনকে গ্রেফতার করা হয়েছে।

আজ শনিবার (১৪ অক্টোবর) জহরবারু ইমিগ্রেশম বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।

জানা যায়, শুক্রবার (১৩ অক্টোবর) জহুর বারু প্রদেশের গেলাং পাতাহের পাম বাগানে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত সাঁড়াশি অভিযান চালানো হয়।

malasia-bangladeshi-arrest-newsasia24

এই অভিযানে বাংলাদেশী ৫৫ জন, ৬২ জন মিয়ানমার, ২৮ জন ভারতীয়, ২৬ জন পুরুষ ও ৫ জন নারী ইন্দোনেশীয়, ১৬ জন জন পাকিস্তানী, ২ জন চীনা এবং তিমুর দেশের ১ জনকে গ্রেফতার করা হয়।

এদের মধ্যে (রোহিঙ্গা) শরণার্থী কার্ডধারিও রয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন:

আটক অবৈধ অভিবাসীরা ইমিগ্রেশন পুলিশের কাছ থেকে বাঁচতে কন্টেইনারে বসতি গড়ে তুলেছিল।

তাদের বিরুদ্ধে মালয়েশিয়ায় কাজের পারমিটের অপব্যবহার, অতিরিক্ত অবস্থান ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগ আনা হবে।

তাদের প্রত্যেকের জন্য ১৪ দিনের রিমান্ডের জন্য জহুর বারুর সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে নেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *