শিরোনাম
Li-Keqiang-chaina-prime-minister-newsasia24
Former Chinese Premier Li Keqiang

লি কেকিয়াং আর নেই

নিউজ এশিয়া২৪ ডেস্ক: অবসরে যাওয়ার ১০ মাস পরেই মারা মারা গেলেন চীনের সাবেক প্রধানমন্ত্রী লি কেকিয়াং। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। এ সময় তার বয়স হয়েছিল ৬৮ বছর।

Li-Keqiang-chaina-prime-minister-newsasia24 2
চীনের সাবেক প্রধানমন্ত্রী লি কেকিয়াং

এক সময় তাকে কমিউনিস্ট পার্টির গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু সম্প্রতি তাকে সাইডলাইন করে দেন বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) হঠাৎ হার্ট অ্যাটাক হলে তাকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা হয়। পরে, শুক্রবার গভীর রাতে সাংহাইতে তিনি মৃত্যু বরন করেন।

আরও পড়ুন: 

লি কেকিয়াং দশ বছর যাবৎ ধরে চীনের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার প্রধান ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *