গাজায় খাবার পানি শেষ

নিউজ এশিয়া২৪ ডেস্ক: গাজায় খাবার পানি শেষ । চ্যালেঞ্জের মুখে গাজার বাসিন্দারা ।

গাজা উপত্যকায় বিশুদ্ধ পানি প্রায়ই শেষ হয়ে গেছে। অক্সফামের বিবৃতিতে এ কথা বলা হয়।

আজ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আরও বলা হয়, গাজায় এখন জনপ্রতি তিন লিটার পরিষ্কার পানি পাওয়া যায়। জাতিসংঘের মতে, মানুষের জন্য দৈনিক প্রয়োজন ১৫ লিটার পানি ।

gaja-water-problem-newsasia24-2

এ অবস্থায় গাজায় বোতলজাত পানির সরবরাহ হ্রাস পেয়েছে। তবে বোতালজাত পানি কিছু পেলেও এর দাম এমন পর্যায়ে পৌঁছেছে যা বেশিরভাগ পরিবারের নাগালের বাইরে।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম কে মোহাম্মদ আল শান্তি নামে গাজার এক বাসিন্দা জানান, তারা জামাকাপড় পরিষ্কার করা বন্ধ করে দিয়েছে।

প্রায় চার মাইল পথ পাড়ি দিয়ে মধ্য গাজার আল-আকসা হাসপাতাল থেকে প্লাস্টিকের বোতলে করে পানি সংগ্রহ করে।

ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় পানি, বিদ্যুৎ, খাবার মতো গুরুত্বপূর্ণ সরবরাহ বন্ধ করে দেয় ইসরায়েল।

এ অবস্থায় গাজার বাসিন্দাদের জন্য বিশুদ্ধ পানি খোঁজা কঠিন হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন:

সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, গাজায় পানি সরবরাহ না থাকায় বাসিন্দারা নোংরা এ পানি পান করতে বাধ্য হচ্ছেন।

এতে অঞ্চলটিতে পানিবাহিত রোগ দেখা দিয়েছে। বিশেষ করে বাসিন্দাদের পানিশূন্যতা থেকে মৃত্যুর আশঙ্কা বেড়েছে ।

 

You May Also Like

+ There are no comments

Add yours