বিষাক্ত সাপ দিয়ে স্ত্রী-কন্যাকে হত্যা করলো স্বামী!

আন্তর্জাতিক ডেস্ক:  বেশ কিছুদিন ধরে স্ত্রীর সাথে স্বামীর বনিবনা না হওয়ায় রাতে ঘুমন্ত স্ত্রী-কন্যার ইপর বিষাক্ত সাপ ছেড়ে দেয় স্বামী। আর এই সাপের কামড়ে মৃত্যু হয় স্ত্রী ও কন্যার।

আজ শুক্রবার(২৪ নভেম্বর) স্বামী গণেশকে গ্রেফতার করে পুলিশ। স্ত্রী বাসন্তী ও কন্যা দেবাস্মিতাতে হত্যার দায়ে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, ২০২০ সালে অর্থাৎ ৩ বছর আগে ভারতের ওড়িশার গঞ্জাম জেলার কবিসূর্যনগরের আধেগাঁও গ্রামের গণেশের সাথে বিয়ে হয় বাসন্তীর। তাদের সংসারে একটি কন্যা রয়েছে। কিন্তু স্ত্রী বাসন্তীর সাথে গণেশের তেমন কোন মিল ছিল না। বেশীরভাগ সময় ঝরগা বিবাধ লেগেই থাকতো।

প্রায় দেড় মাস আগে গণেশ তার স্ত্রী এবং কন্যাকে বিষাক্ত সাপের কামড়ে হত্যা করে।

wife-daughter-dead-by-sanke-by husband-india-news-newsasia24

google news newsasia24

পুলিশ জানিয়েছে, গণেশ ধর্মীয় উদ্দেশে ব্যবহার করার কথা বলে ওই সাপটি কিনেছিলেন। এ ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর (ইউডি) মামলা করেছে।

তাছাড়া বাসন্তীর বাবা গণেশের বিরুদ্ধে হত্যার অভিযোগে এফআইআর দায়ের করেছেন।

আরও পড়ুন: 

You May Also Like

+ There are no comments

Add yours