৩৬ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি

নিউজ এাশয়া২৪ ডেস্ক: আগামী ১২ ডিসেম্বর থেকে ৩৬ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি। মঙ্গলবার ভোর ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এ কর্মসূচি চলবে।

আজ রবিবার (১০ ডিসেম্বর) বিকেলে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

bnp-logo-newsasia24

রুহুল কবির রিজভী বলেন, চলমান একদফা আন্দোলনের কর্মসূচি হিসেবে ১২ ডিসেম্বর ভোর ৬টা থেকে ১৩ ডিসেম্বর সন্ধ্যা পর্যন্ত টানা অবরোধ চলবে। বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো এ কর্মসূচি পালন করবে।

google news newsasia24

[button color=”green” size=”small” link=”https://news.google.com/publications/CAAqBwgKMKTlpAwwtt2zBA?ceid=US:en&oc=3″ icon=”” target=”true”][/button]

আগের মতো এবারও গণমাধ্যমের যানবাহন, অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন সিলিন্ডারবাহী পরিবহন অবরোধের আওতামুক্ত থাকবে।

আরও পড়ুন:

You May Also Like

+ There are no comments

Add yours