রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পবা উপজেলায় বিদ্যুতের খুঁটি পড়ে তুহিন (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে ও কিশোরেরর দাদি পারুল বেগম (৫৮) গুরুতর আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে কর্ণহার থানার চানপুর বাকশৈল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কুমার দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে পল্লি বিদ্যুৎ সমিতির লোকজন বিদ্যুতের তারের ওপর থেকে গাছপালার ডাল অপসারণ করছিল। এ সময় একটি বড় গাছের ডাল তারের ওপর পড়ে।
আরওে পড়ুন>>পলিথিনে মোড়ানো নবজাতক মেয়ে শিশুর লাশ উদ্ধার
এতে তারে টান পড়ে তিনটি বৈদ্যুতিক খুঁটি পড়ে যায়। খুঁটি তিনটির একটি গিয়ে শিশু তুহিন ও তার দাদি পারুল বেগমের ওপর পড়ে।
এ সময় তারা মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাদের দ্রুত হাসপাতালে নিয়ে গেলে তুহিনকে মৃত ঘোষণা করা হয়। পারুল বেগম রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আট নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
আরও পড়ুন>>থানায় আটক ১২টি ছাগল
তিনি আরও বলেন, নিহতের স্বজনদের সঙ্গে কথা হয়েছে। তারা মামলা করলে নেওয়া হবে। মামলা না করলে একটি অপমৃত্যুর মামলা করে মরদেহ হস্তান্তর করা হবে।
রাজশাহী পল্লি বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক রমেন্দ্র চন্দ্র রায় বলেন, ‘বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তারের ওপর থেকে গাছের ডালপালা ছাঁটা হচ্ছিল। এ সময় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। তারা সবকিছু দেখছেন। কারও গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে।’
[button color=”green” size=”medium” link=”https://news.google.com/publications/CAAqBwgKMKTlpAwwtt2zBA?ceid=US:en&oc=3″ icon=”” target=”true”]Follow[/button]
+ There are no comments
Add yours