খাগড়াছ‌ড়িতে দূর্গাপুজা উপলক্ষে সেনাবাহিনীর উপহার প্রদান

মো: এনামুল হক, খাগড়াছ‌ড়ি: আসন্ন শারদীয় দূর্গাপুঁজা উদযাপন উলক্ষে ৮টি মন্দিরকে উপহার প্রদান ক‌রেন বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি সদর জোন।

আজ রবিবার (১৫ অক্টোবর ) সকালে জোন সদর অ‌ন্বেষন হল রুমে অনুষ্ঠানে প্রধান অতিথি খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল আবুল হাসনাত পিএসসি ম‌ন্দির প্রতি‌নি‌ধিদের হাতে এই উপহার তুলে দেন।

army-gift-newsasia24

এসময় প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে জোন কমান্ডার বলেন, পাহা‌ড়ে শা‌ন্তি ও সম্প্রীতির নিদর্শন স্বরূপ খাগড়াছড়ি জোন এই ধরনের উ‌দ্যোগ গ্রহন করছে । আগামীতেও এ ধরণের কার্যক্রম অব্যহত থাকবে।

আরও পড়ুন: 

তি‌নি আ‌রও বলেন,পার্বত্য এলাকায় জাতী, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে ভ্রাত‌ত্বের বন্ধনে আমরা মিলে মিশে এক সাথে থাকবো এবং সবসময় একে অপরকে সহায়তা করবো।

সেনা জো‌নের এমন মহ‌তি পদ‌ক্ষেপ কে সাধুবাদ জানি‌য়ে সেনা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে‌ছেন স্থানীয় ও উপকার ভো‌গীরা।

এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর জোনের উপ-অধিনায়ক মেজর মো.সিদ্দিকুল ইসলাম এবং জোন এডজুটেন্ট ক্যাপ্টেন মো.এজাজ আহম্মেদ সাজিন ।

You May Also Like

+ There are no comments

Add yours