শিরোনাম
Good-news-for-Yemen;-Yemen-is-in-the-midst-of-peace

ইয়েমেনের জন্য সুখবর; ইয়েমেন শান্তি পরিকল্পনা স্বাক্ষর জানুয়ারিতে

জাহিদ হাসান, সৌদি থেকে: জানুয়ারির শুরুতে মক্কায় ইয়েমেনি শান্তি রোডম্যাপে স্বাক্ষর করা হবে। ইয়েমেনের একটি কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, জাতিসংঘের সাথে সৌদি আরব এবং ওমানের নির্ধারিত তারিখে এই চুক্তি স্বাক্ষরের জন্য ব্যাপক প্রস্তুতি নেয়া হচ্ছে। মক্কায় এটি অনুষ্ঠিত আগামী জানুয়ারির শুরুতে হবে।

সূত্রটি আরও জানা গেছে, ইয়েমেনের সমস্ত সরকারি কর্মচারীদের এক বছরের বেতন দেবে সৌদি আরব। সেই সাথে দেশটির অর্থনৈতিক অবস্থার উন্নতির জন্য ইয়েমেনি তেল ও গ্যাস রপ্তানি পুনরায় শুরু করা হবে।

ইয়েমেনের জন্য জাতিসংঘের বিশেষ দূত বলেছেন, ইয়েমেনে যুদ্ধরত পক্ষ উভয়ই যুদ্ধবিরতির দিকে পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

আরও পড়ুন: 

হ্যান্স গ্রুন্ডবার্গ তার কার্যালয় থেকে একটি বিবৃতিতে বলেছেন, তিনি “দেশব্যাপী যুদ্ধবিরতি বাস্তবায়ন, ইয়েমেনে জীবনযাত্রার উন্নতি এবং জাতিসংঘের অধীনে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক প্রক্রিয়া পুনরায় শুরু করার পদক্ষেপকে স্বাগত জানান।

google-news-channel-newsasia24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *